More

Social Media

Light
Dark

চমকহীন ভারতের বিশ্বকাপ স্কোয়াড!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি বাকি নেই, তাই তো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তোড়জোড় শুরু হয়েছে সবার। ব্যতিক্রম নয় ভারতও; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে যখন ব্যস্ত পুরো দেশ, নির্বাচকরা তখন ব্যস্ত সময় পার করছেন দল গুছানোর কাজে। কাজ অবশ্য শেষের দিকেই, সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই চূড়ান্ত ১৫ জনের নাম প্রকাশ করবেন তাঁরা।

যদিও এই পনেরো জনের মাঝে প্রায় বারো-তেরোজনের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত। অধিনায়ক রোহিত শর্মা তো আছেনই, সেই সাথে টপ অর্ডারে দেখা যাবে বিরাট কোহলিকে। একটা পর্যায়ে তাঁকে ঘিরে সংশয় থাকলেও এখন তাঁর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে চড়া সময়ের ব্যাপার মাত্র। চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন কোহলি, তাই তাঁর দলে থাকাটা যৌক্তিকই বটে।

তবে তিনি যে স্ট্রাইক রেটে ব্যাট করেন সেটি নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে আরও আক্রমনাত্মক ঘরানার কোন ব্যাটারকে দলে নেয়া উচিত হবে। যদিও আপাতত সেই পথে হাঁটবেন না নির্বাচকরা।

ads

বাকিদের মাঝে সুরিয়াকুমার যাদব, রিংকু সিং শিভাম দুবে সুযোগ পাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। দলের মিডল অর্ডার সামলাবেন তাঁরা; অন্যদিকে উইকেটকিপারের ভূমিকায় ঋষাভ পান্তকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও সাঞ্জু স্যামসন আর লোকেশ রাহুলের দিকেও নজর রাখতে হচ্ছে। আবার ফিনিশার হিসেবে ইনফর্ম দীনেশ কার্তিক দলে ঢুকলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ অবশ্যই থাকছেন, কোন অঘটন না ঘটলে দলের বোলিং নেতৃত্ব থাকবে তাঁর কাঁধে। অন্য দুই পেসার হতে পারেন মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং; আর ব্যাকআপ হিসেবে নেয়া হবে আরেক জনকে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকবেন নিশ্চিত। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল তো আছেনই; বিশেষজ্ঞ হিসেবে কুলদীপ যাদবকেই পছন্দ সবার।

তরুণদের মাঝে রিয়ান পরাগ কিংবা অভিষেক শর্মাকে সুযোগ দিয়ে চমক সৃষ্টি করা যেতে পারে। তবে এখন পর্যন্ত সে রকম কোন ইঙ্গিত পাওয়া যায়নি। এই প্রতিভাবানদের সরাসরি বিশ্ব মঞ্চে না খেলিয়ে আগে দ্বি-পাক্ষিক সিরিজে খেলাতে চান নীতিনির্ধারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link