More

Social Media

Light
Dark

বিলেতে সেরা ভারতীয় বোলার

ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট দ্বৈরথটা বহু বছরের।

ভিন্ন কন্ডিশনের দুই দেশই নিজেদের দেশে কন্ডিশনের পুরোপুরি সুবিধা নিয়ে থাকে। ফলে দুই দলকেই একে অপরের কন্ডিশনে হিমশিম খেতে হয়। বিশেষ করে ইংল্যান্ডের কন্ডিশনে নিজের সেরাটা দেয়া উপমহাদেশের কোনো বোলারের জন্য বেশ কঠিন। তবে ভারতের কয়েকজন বোলার সেই বাঁধা উৎরে নিজেদের সেরাটাই দিয়েছেন।

গতকাল অবধিও ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা বোলার ছিলেন কপিল দেব। এই কিংবদন্তির অবসরের ২১ বছর পর এসে তাঁর রেকর্ড ভাঙলেন ইশান্ত শর্মা। ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের নিয়েই এই তালিকা।

ads
  • ইশান্ত শর্মা

টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল পেসারদের একজন ইশান্ত শর্মা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকায় এই পেসার। ফাইনালে ডেভন কনওয়ের উইকেট নিয়ে কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছেন এই পেসার। ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি। কপিল দেবের সমান ১৩ ম্যাচ খেলে ইংল্যান্ডে এখন তাঁর উইকেট সংখ্যা ৪৪ টি। ৩৩.৫৬ বোলিং গড়ে এই কীর্তি করেন ইশান্ত। অবশ্য এই ম্যাচে এখনো ইশান্তের উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ আছে।

  • কপিল দেব

ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা পেস বোলিং অলরাউন্ডার কপিল দেব। টেস্ট ক্রিকেটে ৫২৪৮ রানের পাশাপাশি আছে ৪৩৪টি উইকেট। ইংল্যান্ডের মাটিতেও ভারতের সফলতম বোলার কপিল দেব। ১৩ ম্যাচে দেশটিতে তাঁর উইকেট সংখ্যা ৪৩ টি। ২২ ইনিংসে ৩৯.১৮ গড়ে এই কীর্তি গড়েছিলেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

  • অনিল কুম্বলে

ভারতের ক্রিকেট ইতহাসের সফলতম এই স্পিনার ইংল্যান্ডেও ছিলেন একইরকম সফল। ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে তিনি টেস্ট খেলেছেন মোট ১০ টি। সেখানে ৪১.৪১ গড়ে নিয়েছেন ৩৬ টি উইকেট। এছাড়া ভারতের হইয়ে তিনি টেস্ট খেলেছেন মোট ১৩২টি। সেখানে ২৯.৬৫ গড়ে তাঁর ঝুলিতে আছে ৬১৯ উইকেট। এখন অবধি তিনিই ইংল্যান্ডের মাটিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

  • বিষান সিং বেদি

ভারতের ক্রিকেটে জন্ম নেয়া আরেকজন সফল বাঁহাতি স্পিনার বিষান বেদি। ভারতের হয়ে খেলা ৬৭ টেস্ট ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৬৬ টি। এরমাঝে তিনি ইংল্যান্ডে টেস্ট খেলেছেন মোট ১২ টি। সেখানে ৩৮.০৮ গড়ে তাঁর উইকেট সংখ্যা ৩৫ টি।

  • জহির খান

ভারতে জন্ম নেয়া সফলতম বাঁহাতি স্পিনার জহির খান। ভারতের হয়ে এই পেসার খেলেছেন ৯২ টি টেস্ট ও ২০০ টি ওয়ানডে। টেস্ট ক্রিকেটে ৩২.৯৪ গড়ে তাঁর ঝুলিতে আছে ৩১১ উইকেট। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ২৯.৪৩ গড়ে আছে ২৮২ উইকেট। ওদিকে ইংল্যান্ডের মাটিতেও একইরকর ভয়ানক ছিলেন এই পেসার। জহির খান ইংল্যান্ডের মোট ৮ টি টেস্ট খেলে নিয়েছেন ৩১ উইকেট। এই তালিকায় ইংল্যান্ডের তাঁর বোলিং গড়ই সবচেয়ে ভালো ২৭.৯৬।

  • ভগবৎ চন্দ্রশেখর

তাঁর সময়ে দেশের বাইরে ভারতের সফল স্পিনার ছিলেন শুধু চন্দ্রশেখর। আসলে তিনিই ভারতের প্রথম স্পিনার যিনি দেশের বাইরেও দারুণ কার্যকর ছিলেন। ভারতের হয়ে ৫৮ টেস্ট খেলে তাঁর ঝুলিতে আছে ২৪২ উইকেট। এরমধ্যে ২৬ টেস্ট খেলে দেশের বাইরেই নিয়েছেন ১০০ টি উইকেট। ইংল্যান্ডে এই লেগ স্পিনার ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন ৩১ উইকেট। দেশটিতে তাঁর বোলিং গড় ৩৩.৯৬।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link