More

Social Media

Light
Dark

করোনায় আক্রান্ত তিন লঙ্কান

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আজ। কিন্তু শ্রীলঙ্কান শিবিরে করোনা হানা দেওয়ায় প্রথম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ট সূত্র অবশ্য জানিয়েছে, তিন জনের সংক্রমণের ঘটনায় সিরিজ বাতিল হওয়ার আশঙ্কা নেই। তবে, পুরো দলকে আবারো করোনা পরীক্ষা করা হবে সতর্কতার স্বার্থে।

এই সিরিজ খেলতে গত ১৬ মে ঢাকায় এসে হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন শেষে করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়ে ১৯ মে থেকে অনুশীলন শুরু করেছিল শ্রীলঙ্কা। কোয়ারেন্টাইন শেষ হলেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন সফরকারী ক্রিকেটাররা।

ads

বায়ো বাবলে থেকেই দুই দিন অনুশীলন করার পর ২১ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) তিন নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এরপর রুটিন মাফিক করোনা পরীক্ষায় জৈব সুরক্ষা বলয়ে থেকেই এই তিন জন আক্রান্ত হয়েছেন।

এর আগে জৈব সুরক্ষা প্রবেশ করার আগেই কোভিড ১৯ পজিটিভ আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। যদিও একদিন পরই তিনি নেগেটিভ আসেন। তবে, তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর একটায়।

এর আগে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় করোনা পজেটিভ হয়েছিলেন আয়ারল্যান্ড উলভসের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস। ঐ সিরিজ স্থগিত না হলেও আইরিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই ম্যাচ স্থগিত ঘোষণা করেছিলো ম্যাচ অফিসিয়ালরা।

  • শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link