More

Social Media

Light
Dark

ঢাকায় এসেছে শ্রীলঙ্কা দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সময়ের আধা ঘন্টা আগেই ঢাকায় পৌছে গেছে তারা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক বিশেষ ফ্লাইটে সকাল ৮:১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারী ক্রিকেটাররা।

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁতে আজ সহ তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে শ্রীলঙ্কা।
গত মাসে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকে যেমন করোনা প্রটোকল দেওয়া হয়েছিল ও সুরক্ষা বলয়ে রাখা হয়েছিল শ্রীলঙ্কার জন্যও একই ব্যবস্থা করেছে বাংলাদেশ।

তিন দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হলে ১৯ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে শ্রীলঙ্কা। দুই দিন অনুশীলন করার পর ২১ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৩ নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারী ক্রিকেটাররা।

ads

প্রস্তুতি ম্যাচ শেষে আবার দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা। এরপর ২৩ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে ২.৩০ মিনিটে।

করোনাকালে দেশের মাটিতে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করলেও টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য কুশাল পেরেরাকে অধিনায়ক করে গত ১২ মে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সিরিজের দলে নেই শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে সহ এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।

করুনারত্নে সহ এই সিরিজে আসছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমাল এবং ম্যাচ ফিটনেস না থাকার কারণে বাদ পড়েছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। আর প্রথম বারের মত ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন চামিকা করুনারত্নে ও শিরান ফার্নান্দো এবং দলে ফিরেছেন ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড

কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link