More

Social Media

Light
Dark

জন্টি রোডসদের টাকা দেয়নি ভারত

সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনা তৈরির জন্য সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আয়োজিত হয়েছিলো ভারতের মাটিতে। শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, জন্টি রোডসদের আবারো মাঠে দেখতে পারাটা ছিল দর্শকদের জন্য ছিল বাড়তি পাওয়া।

তাই, বেশ জনপ্রিয়তাও লাভ করে এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। তবে টুর্নামেন্ট শেষ হবার প্রায় ছয় হয়ে গেলেও এখনো নিজেদের পারিশ্রমিক বুঝে পাননি বলে অভিযোগ করেছেন দক্ষিন আফ্রিকা লেজেন্ডস দলের ক্রিকেটাররা।

এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজটি আয়োজন করেছিল ম্যাজেস্টিক লেজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেড। আয়োজক প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যেই নোটশ পাঠিয়েছেন সেই টুর্নামেন্টে খেলা দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা।

ads

এখন পর্যন্ত দুটি আসর অনুষ্ঠিত হয়েছে এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) যুক্ত ছিল এই টুর্নামেন্ট আয়োজনের সাথে। কিন্তু এত বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও মাত্র দ্বিতীয় আসর শেষ হতেই বিতর্কিত হল এই টুর্নামেন্ট।

এই টুর্নামেন্ট খেলার জন্য জন্টি রোডস, ভার্নন ফিল্যান্ডার, ইয়োহান বোথা, জ্যাক রুডলফফের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেবার কথা ছিলো আয়োজকদের। দক্ষিণ আফ্রিকান দলটি জানিয়েছে, এখনও পুরো পারিশ্রমিক বুঝে পায়নি তাঁরা।

দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের সাথে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসরের জন্য আর্থিক চুক্তি করেছিলো আয়োজকরা। কিন্তু চুক্তি অনুযায়ী সেই অর্থ দিতে ব্যর্থ হয়েছে তারা।’

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলের ১৫ জন ক্রিকেটারই। তাঁরা জানান, প্রাপ্য অর্থের জন্য আয়োজকদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন তাঁরা।

তাই আর কোনো পথ না পেয়ে অভিযোগ করতে বাধ্য হয়েছেন তারা। দ্রুতই চুক্তি অনুযায়ী টাকা বুঝে না পেলে আইনগত ব্যবস্থা নেবার কথাও জানানো হয় দক্ষিন আফ্রিকা লেজেন্ডসের পক্ষ থেকে।

বিশাল পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের সাথে জড়িত ভারতের সাবেক অনেক ক্রিকেটার ও সংগঠক। বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাংসদ, মন্ত্রীরাও জড়িত ছিলেন এই টুর্নামেন্ট আয়োজনের সাথে। তাই দক্ষিন আফ্রিকা লেজেন্ডসের এমন প্রকাশ্য অভিযোগ অনেকটাই বিব্রতকর অবস্থায় ফেলেছে ভারতের ক্রিকেটকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link