More

Social Media

Light
Dark

পাওয়ার হিটে মনোযোগ সৌম্যদের

বাংলাদেশ দলে আক্ষরিক অর্থে তেমন কোন পাওয়ার হিটার নেই। এটা রীতিমত ওপেন সিক্রেট। সেই ঘাটতি অবশ্য পুষিয়ে নেওয়া সম্ভব। সঠিক টাইমিং আর শটের ঠিকঠাক দিক নির্ধারণ করে দিতে পারলেই। সাথে একটুখানি অতিরিক্ত শক্তি স্থানান্তর। তাতে অন্তত পেশিশক্তির জোর হতে পারে কম প্রয়োজন।

ঠিক তেমন এক অনুশীলন নিয়েই হাজির হয়েছেন কোচ সোহেল ইসলাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উড়াল দিয়েছে শ্রীলঙ্কায়। এশিয়া কাপ খেলতে সেখানে গতকালই পৌঁছেছেন সাকিবরা। তাই বলে যে মিরপুর হোম অব ক্রিকেট একেবারেই ফাঁকা পড়ে রইবে তা তো নয়।

মিরপুরে ক্রমাগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন অতিরিক্ত আটজন খেলোয়াড়। তামিম ইকবাল ব্যাট হাতে অনুশীলন করেছেন। নানা ঘটনাপ্রবাহ শেষে মাহমুদউল্লাহ রিয়াদও নিয়ম করেই করছেন অনুশীলন। এই দুইজন ছাড়াও অনুশীলনের নিয়মিত মুখ সৌম্য সরকার ও জাকির হাসান।

ads

এই দুই ব্যাটারকে নিয়েই কোচ সোহেল ইসলাম আলাদাভাবে কাজ করেছেন। শেরে বাংলার সেন্টার উইকেটে এই দুই বা-হাতি ব্যাটারকে দিয়ে করানোর চেষ্টা করেছেন পাওয়ার হিটিং।

বোলিং মেশিনের সামনে দাঁড়িয়ে সৌম্য ও জাকির ক্রমাগত চালিয়ে খেলার চেষ্টা করেছেন। কখনো ব্যাটে-বলের দারুণ সংযোগে বল বাউন্ডারি ছাড়া হয়েছে। আবার কখনো সোজা আকাশ পানে উঠে গেছে বল। ম্যাচ সিনারিওতে যা কিনা নির্ঘাত ক্যাচ।

তবে অনুশীলনে সেসবের চিন্তা নেই। যা করবার চেষ্টা করা হচ্ছে, তা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই মুখ্য বিষয়।জাকির আর সৌম্য অবশ্য মাঠের চারদিকে শট খেলার চেষ্টা করেননি বা তেমন অনুশীলন করেননি। বরং তাদেরকে লং অন আর লং অফ অঞ্চলের মাঝের জায়গাটা দিয়ে মারতে হয়েছে ছয়।

পালাক্রমে দীর্ঘক্ষণ সৌম্য আর জাকির সেই অনুশীলন চালিয়ে গেছেন। ব্যাটে-বলের মেলবন্ধনটা ঠিক রেখে শক্তির তারতম্য ঘটানার এই চেষ্টার ফল নিশ্চয়ই একদিনে মিলবে না।

সেটা যেমন কোচ সোহেল ইসলাম জানেন, ঠিক তেমনি জানেন খেলোয়াড়রাও। পাওয়ার হিটারের অভাবটা হয়ত সহসাই পূরণ হবে না। তবে প্রক্রিয়াটা নিয়মমাফিক হলে পরিবর্তন অবধারিত। তাছাড়া জাতীয় দলের জন্যে সৌম্য-জাকিরদের প্রস্তুত থাকতেই হচ্ছে। নিজেদের মধ্যে তারা ঘাটতি রাখতেই বা কেন চাইবেন। তাইতো নিবেদনে রাখছেন না কোন কমতি।

কেননা বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপের সময়, যেকোন মুহূর্তে জাকির, সৌম্যদের ডাক আসতে পারে। জাতীয় দলের কঠিন সময়ে তাদের সাহায্য চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান তো নিশ্চয়ই দেওয়া চাই। ঠিক সে কারণেই সবরকমভাবে নিজেদের প্রস্তুত রাখছেন সৌম্য, জাকিররা। হোক সেটা পাওয়ার হিটিং কিংবা ক্রিকেটের টেক্সটবুক শট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link