More

Social Media

Light
Dark

ওভাল, সেঞ্চুরি, রেকর্ড আর স্টিভ স্মিথ!

২৬৮ বলে ১২১ রানের ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বোলারদের এক প্রকার ধৈর্য্যের পরীক্ষাই নিয়েছেন স্টিভ স্মিথ। অবশ্য কেনিংটন ওভাল মানেই তো স্টিভ স্মিথের ব্যাটে রীতিমত রানবন্যার চিত্রায়ণ।

ফাইনালের এ ইনিংসসহ ওভালের মাটিতে খেলা ৬ ইনিংসের তিনটিতেই যে সেঞ্চুরি পেয়েছেন তিনি। এর আগে এ মাটিতে অপরাজিত ১৩৮ ও ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। আর এখানেই একটি কীর্তি গড়েছেন অজি এ ব্যাটার। ওভালে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৩ টি সেঞ্চুরির মালিক এখন স্টিভ স্মিথ।

এখানেই শেষ নয়। ১২১ রানের ধীরস্থির, ঠাণ্ডা মেজাজি ইনিংসে স্মিথ পিছনে ফেলেছেন বহু কিংবদন্তি ক্রিকেটারকে। ওভাল টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইনিংসের ৫৭তম ওভারে উমেশ যাদবকে ৪ মেরে ৩৬ থেকে ৪০ রানে পৌঁছান স্মিথ। আর এতেই পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক আর জাভেদ মিয়াঁদাদকে টপকে যান তিনি।

ads

১২০ টেস্ট খেলা ইনজামামের রান ৮ হাজার ৮৩০। আর ১২৪ টেস্ট খেলে মিয়াঁদাদের রান ৮ হাজার ৮৩২।  স্মিথ তাঁদের টপকে যান ৯৭ টেস্টেই। শুধু ইনজামাম বা মিয়াঁদাদই নয়, টেস্ট ক্রিকেটে ইংলিশ কিংবদন্তি ব্যাটার গ্রাহাম গুচের ৮ হাজার ৯০০ রানও টপকে যান স্মিথ। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে স্মিথের রান ৮ হাজার ৯১৩।

নিজের ৩১ তম টেস্ট সেঞ্চুরি পাওয়ার দিনে সেঞ্চুরি সংখ্যায় স্মিথ পিছনে ফেলেছেন ম্যাথু হেইডেন আর শিবনারায়ণ চন্দরপলকে। সাবেক এই দুই কিংবদন্তি ক্রিকেটার টেস্টে ৩০টি করে সেঞ্চুরি করেছিলেন। একই সাথে, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন স্মিথ। ২৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরের অবস্থানে আছেন ইংলিশ ব্যাটার জো রুট।

দেশের বাইরে স্মিথের ১৫ তম সেঞ্চুরি ছিল ওভালের এই সেঞ্চুরিটি। আর এখানেই বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ। ভারতের বাইরে ১৪টি টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলি।

তাছাড়া, এ নিয়ে ভারতের বিপক্ষে ৯ টা শতক হাঁকালেন স্মিথ। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অজি এ ব্যাটার। ভারতের বিপক্ষে স্মিথের সমান ৯ টি সেঞ্চুরি রয়েছে জো রুটের।

ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে ৯ সেঞ্চুরির মাধ্যমে স্মিথ পিছনে ফেলেছেন রিকি পন্টিং, কোহলি আর সুনীল গাভাস্কারকে। ১১ সেঞ্চুরি নিয়ে স্মিথের সামনে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার।

এ ছাড়া ভারতের বিপক্ষে টেস্টে ২০০০ রান আর ইংল্যান্ডের মাটিতে সপ্তম সেঞ্চুরি, দুটিই হয়েছে ওভালের এই মাটিতে ১২১ রানের ইনিংসে। এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৭ টি সেঞ্চুরির মালিক স্মিথ। বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ১১ টি সেঞ্চুরি করেছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link