More

Social Media

Light
Dark

ধারাভাষ্যকার যখন পরিচ্ছন্নতাকর্মী!

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ছিল ওয়েলিংটনের স্কাই স্টেডিয়াম। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হলেও আলোচনায় এসেছে সাইমন ডউলের এক টুইট। টুইটারে কমেন্ট্রি বক্সের চেয়ারের ওপরে রাখা কিছু ময়লা কাপড়ের একটা ছবি পোস্ট করেন ডউল।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল শুক্রবার। বৃষ্টিতে কোন খেলায় মাঠে গড়ায়নি, ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচকে।কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডউলের এক টুইটার পোস্ট।

স্টেডিয়াম কর্তৃপক্ষের আতিথেয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। ধারাভাষ্যকার কক্ষের সমস্ত সিট নাকি নোংরা অবস্থায় ছিল। আর সেই নোংরা নাকি পরিষ্কার করেছেন স্বয়ং ডউল!

ads

নোংরা কাপড়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ডউল। তিনি জানিয়েছেন ওই কাপড়টি দিয়েই তিনি ধারাভাষ্যকরদের চেয়ারের ময়লা পরিষ্কার করেছেন। তাঁর এই দাবি চাঞ্চল্য ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি এক টুইটে লিখেছেন, ‘স্কাই স্টেডিয়ামে আরও একটি কারণে খেলা উচিত। আমাদের ধারাভাষ্যকারদের বসার জায়গা আমি নিজ হাতে পরিষ্কার করেছি। যাতে করে আমাদের বিদেশের অতিথিরা সেখানে বসতে পারেন। অত্যন্ত লজ্জার। নিউজিল্যান্ডে আপনাকে স্বাগতম।’

সিরিজে ধারাভাষ্যকরদের প্যানেলে রয়েছেন এই সাইমন ডউল। তিনি নিজের টুইটেই তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

জানিয়ে রাখা ভাল, প্রথম ম্যাচ বৃষ্টিতে ভাসার পর রোববার সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আবার শেষ টি-টোয়েন্টি ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা আছে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর, মঙ্গলবার। ভেন্যু নেপিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link