More

Social Media

Light
Dark

একাকার তাঁরা দু’জন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের সবচেয়ে দুইজন সফল অধিনায়কের কথা আসলে নিশ্চিতভাবেই নাম আসবে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার। দুই অধিনায়ক মিলে এখন পর্যন্ত আইপিএলে তেরো আসরের মধ্যে আটবার আইপিএল শিরোপা জয়লাভ করেছে। যার মধ্যে রোহিত শর্মা পাঁচবার ও মহেন্দ্র সিং ধোনি জিতেছে তিনবার।

আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দুইজন অধিনায়কও রোহিত এবং ধোনি। আইপিএলের শুরুর দিকে শিরোপা জয়ে চেন্নাই এর  আধিপত্য থাকলেও সর্বশেষ কয়েক আসরেই মুম্বাই ইন্ডিয়ান্স একক রাজত্ব করেছে। সর্বশেষ দুই আসরেই তাঁরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের অধীনেই রেখেছে।

ধোনি এবং রোহিতের এই সফলতার মাঝে বেশ কিছু দিক রয়েছে যা দুইজনের মধ্যেই কাকতালীয়ভাবে দারুন মিল রয়েছে। আজকে আমরা পাঁচটি বিষয় আলোচনা করবো যেটা দুই অধিনায়কের মধ্যেই মিল রয়েছে।

ads
  • টানা দুই আইপিএল শিরোপা

এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে মাত্র দুইজন অধিনায়কই আছেন যারা আইপিএলে টানা দুইবার শিরোপা জিতেছেন। প্রথম দল হিসেবে চেন্নাই সুপার কিংস ২০১০ ও ২০১১ আসরে টানা দুইবার আইপিএল শিরোপা জয়লাভ করে। অপরদিকে, রোহিত শর্মার অধিনায়কত্বে ২০১৯ ও ২০২০ আসরে পর পর দুইবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত ও ধোনি এই দুই অধিনায়কই এখন পর্যন্ত আইপিএলে এমন কীর্তি গড়তে পেরেছেন।

  • দুই শতাধিক ছক্কা

এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে মাত্র তিনজন ভারতীয় ২০০ বা তার চেয়েও বেশি ছক্কা মারার কীর্তি গড়েছেন ৷ মহেন্দ্র সিং ধোনি প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েন। পরবর্তীতে তাকে অনুসরণ করে রোহিতও এই তালিকায় যোগ দেন। রোহিত শর্মা এখন পর্যন্ত মোট ২১৩ টি ছক্কা মেরেছে। তৃতীয় ভারতীয় হিসেবে এই তালিকায় আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

  • দুই শতাধিক ম্যাচ

আইপিএল ইতিহাসে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি একমাত্র খেলোয়াড় যারা ২০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। ২০০৮ সালে উদ্বোধনী আসর থেকেই আইপিএল খেলছেন এই দুই তারকা খেলোয়াড়। এখন পর্যন্ত রোহিত শর্মা আইপিএলে ২০০ ম্যাচ খেলেছেন। অপরদিকে, মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ২০৪ ম্যাচ। অবশ্য ২০২০ আসরের আইপিএলে সুরেশ রায়না খেললে এই তালিকায় থাকতেন তিনিও।

  • মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের হয়ে খেলা

রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে আরেকটি দিকে মিল রয়েছে। সেটি হল দুইজনেই আইপিএল ইতিহাসে একবার মহারাষ্ট্র ও আরেকবার সাউথ ইন্ডিয়ার হয়ে খেলেছেন। রোহিত তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিল ডেকান চার্জারসের হয়ে। এরপর ২০১১ থেকে তিনি মুম্বাইর হয়ে খেলছেন।

অপরদিকে, ধোনি শুরু থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। তবে মাঝে ২০১৬ ও ২০১৭ আসরে চেন্নাই সুপার কিংস ফ্র‍্যাঞ্চাইজি আইপিএলে নিষিদ্ধ হওয়ায়, তখন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি।

  • অধিনায়কের কীর্তি

ফাইনাল ম্যাচ মানেই অনেক চাপ। আর অধিনায়কের উপর সেটা বরাবরই বেশি থাকে। আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা এই দুইজনই একবার রান তাড়া করে এবং আরেকবার আগে ব্যাট করে শিরোপা জিতেছে। এদিক থেকেও দুই অধিনায়কের পুরোপুরি মিল আছে। এই দুইজন ছাড়া আইপিএল ইতিহাসে এমন কীর্তি গড়তে পারেননি আর কোনো অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link