More

Social Media

Light
Dark

দ্বিতীয় সুপার ওভারে রোহিতের ব্যাটিং আদৌ কি বৈধ?

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে দুই সুপারওভার। ম্যাচশেষে বিতর্কটাও সঙ্গী হয়েছে এ ম্যাচটিকে ঘিরেই। ৪২৪ রানের ম্যাচ টাই, এরপর সুপার ওভারেও দুই দলই তুলল ১৬ রান করে। নাটকীয়কতার অন্তিম পর্যায়ে মোড় নেয় ভারত-আফগানিস্তান মধ্যকার ম্যাচটি। ম্যাচভাগ্য নির্ধারণে দুই দলকেই খেলতে হয়েছে দ্বিতীয় সুপার ওভার।

কিন্তু এই সুপার ওভারকে নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। ভারতের হয়ে প্রথম সুপার ওভারের মতো দ্বিতীয় সুপার ওভারেও ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু প্রথম সুপার ওভার চলাকালীন পঞ্চম বলে তিনি ইচ্ছাকৃতভাবে মাঠ থেকে নেমে গিয়েছিলেন। অর্থাৎ তিনি রিটায়ার্ড আউট ছিলেন। সে হিসেবে দ্বিতীয় সুপার ওভারে তার ব্যাটিংয়ে নামা কি বৈধ ছিল?

এমন প্রশ্ন যখন চারদিকে ঘুরছে তখন আইসিসির নিয়ম বলছে, আগের সুপার ওভারে আউট হওয়া ব্যাটার ও বল করা বোলার পরের সুপার ওভারে আবার ব্যাটিং বা বোলিং করতে পারবেন না। কিন্তু ভারতের হয়ে আবার ব্যাটিংয়ে নামতে দেখা যায় রোহিতকে। দ্বিতীয় সুপার ওভারে রোহিতে ব্যাটিংয়ে নামা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন ধারাভাষ্যকাররাও।

ads

তবে কেউই এ নিয়মটি নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না। তবে সন্দেহ প্রকাশ করে বলছিলেন, আগের ওভারে বল করা বোলার যদি আবার বোলিং করতে না পারে, তাহলে ব্যাটসম্যান কেন পারবে? নিয়মটা তো দুই ক্ষেত্রেই তো একই থাকা উচিত। তবে এ সময় ম্যাচ অফিশিয়ালরা আপত্তি করেননি। তাই রোহিতও দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে যান। আর সেই সুপার ওভার জিতে ম্যাচটিও নিজেদের করে নেয় ভারত।

যদিও ম্যাচশেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করে নিয়েই জানিয়েছেন, রোহিত রিটায়ার আউট ছিলেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সুপার ওভারে ভারত অধিনায়কের ব্যাটিং বৈধ ছিল না। আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের অবশ্য পুরো বিষয়টি সম্পর্কে ধারণাই নেই বলে জানিয়েছেন। আজমতউল্লাহ ওমরজাইকেই দ্বিতীয় সুপার ওভারে বোলিং করানোর পরিকল্পনা থাকলেও তিনি নিয়মের কারণে করতে পারেননি।

এ নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় সুপার ওভারে ওমারজাইকে দিয়েই বোলিং করানোর ইচ্ছে ছিল আমাদের। তবে নিয়মের কারণে পারিনি। আর এটাই তো প্রথম, যে একই ম্যাচের দুইবার সুপার ওভার হয়েছে। আমরা সব নিয়ম সম্পর্কে অবগত ছিলাম। আর ওই সময়ে ম্যাচ অফিশিয়ালদের সাথে আমাদের অতটা যোগাযোগেরও সময় ছিল না।’

 

এখন পর্যন্ত আইসিসি বা ম্যাচ অফিশিয়ালসদের কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি। যদিও ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজ সে সময় সেটি রিটায়ার্ড হার্ট বল উল্লেখ করেছিলেন। কিন্তু ভারতের কোচ রোহিতকে ‘রিটায়ার আউট’ বলেছেন। ম্যাচ অফিশিয়ালদের কাছে আদতে রোহিত কী ছিলেন, সেটিই এখন আগ্রহের বিষয়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link