More

Social Media

Light
Dark

কলম্বো স্টার্সের প্রস্তাব পেলেন শরিফুল

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার যেন বাংলাদেশি ক্রিকেটারদের মেলা বসতে চলেছে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তির টি-টোয়েন্টি আসরে খেলার জন্য কলম্বো স্টার্স থেকে প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের দুই সতীর্থ পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার তাওহীদ হৃদয়ের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষা করছেন শরিফুলও। তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা অরা এবং এখনও কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলা হৃদয়কে প্রস্তাব দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস।

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

ads

বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন দারুণ ফর্মে থাকা সাকিব। দারুণ ছন্দে আছেন বর্তমানে জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা তাসকিনও। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লখনৌ জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। এবার এলপিএলেও তাঁকে নিয়ে যদি-কিন্তু আছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের দলের পেস আক্রমণের প্রাণভোমরাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ তাসকিনের টানা ম্যাচ খেলার বিপক্ষে।

সেক্ষেত্রে ডাম্বুলা দলকে বিরতি দিয়ে তাসকিনকে খেলানোর শর্ত বেঁধে দেওয়া হবে। ডাম্বুলা রাজি থাকলে তারপরেই আসবে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটের সিদ্ধান্ত।

এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link