More

Social Media

Light
Dark

মুস্তাফিজের কাটার ক্লাসে শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই দল মিলিয়েই সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর রহমান। দারুণ কাটারে এই পেসার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পরিক্ষা নিয়েছেন প্রতি ম্যাচেই। আর পেস বোলিংয়ে তাঁর সঙ্গী তরুণ শরিফুল ইসলাম। শরিফুল জানিয়েছেন মুস্তাফিজের কাছে থেকে তিনিও চেষ্টা করছেন কাটার শেখার।

এই পেসার বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের কাছে শেখার চেষ্টা করতেছি উনি কিভাবে কাটার মারেন। আমি এখনো অনুশীলনে চেষ্টা করতেছি, ম্যাচে করা হয়নি। ওনার কাটারটা একদম ভিন্ন ধরণের। আমি চেষ্টা করতেছি। মিরপুরে ডানহাতিদের জন্য কাটার সব সময় বিপদজনক বল। টার্ন করে স্পিনারদের মতো। উনি বলতেছিল কাটারটা বেশি বেশি দিতে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বারের মত টি-টোয়েন্টি সিরিজ জেতার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় ও বিশ্বকাপ জয় দুটোই তাঁর কাছে সমান মনে হচ্ছে। দুটোই বড় অর্জন দেখে তাঁর কাছে সমান গুরুত্ব পাচ্ছে।

ads

গত বছর প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল ইসলাম। শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। বিশ্বকাপ জয় ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় দুটোই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটে। শরিফুল বিষয়টি দেখছেন সেই ভাবেই।

শরিফুল বলেন, ‘দুইটাই আমার কাছে সমান মনে হইছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা কখনো সিরিজ খেলিনি, আবার প্রথম সিরিজ জিতছি এটা বড় বিষয়। অস্ট্রেলিয়ার সাথে কখনো টি-টোয়েন্টি জিতিনি, সিরিজও জিতছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কখনো জিতিনি। সেটাও জিতসি। দুটোই সমান ভাবে দেখবো। কারণ দুটোই আমাদের কাছে প্রথম অর্জন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচে শরিফুল শিকার করেছেন সাত উইকেট। এই পেসার জানিয়েছেন স্পিন উইকেটে কি ভাবে বল করতে হবে সেটা নিয়ে প্রস্তুতি নিয়েই সফল হয়েছেন তিনি। শরিফুল আশাবাদী পরবর্তীতেও উইকেট বুঝে ভালো বল করার ব্যাপারে।

তিনি বলেন, ‘যখন বলতেছিল স্পিন উইকেট হবে মিরপুরে, আমরাও ওভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখানে জোড়ে বল না করে কাটার স্লোয়ার ব্যবহার করলে ভালো হবে। আমরা ভালো জায়গাতে বল করতে পেরেছি বলেই ফল পাইছি। পরবর্তীতে এরকম হলে আমরা চেষ্টা করবো উইকেট বুঝে বল করার। ইনশাআল্লাহ পেসাররা সব সময় সমর্থন পাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চার ম্যাচে এখন পর্যন্ত মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছোট ছোট ইনিংসে দলের জয়ে অবদান রাখছে সবাই। বোলাররাও ব্রেক থ্রু এনে দিচ্ছে সময় মত। সব ম্যাচেই দলীয় পারফরম্যান্সে জয় পেয়েছে বাংলাদেশ। শরিফুল মনে করেন যতদিন সবাই এভাবে পারফরম করবে ততদিন জয় পাওয়াটা সহজ হবে।

শরিফুল বলেন, ‘সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রেখেছে, একজনের ওপর সব ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা খুব ভালো লাগে এই জিনিসটা যতদিন থাকবে ততদিন জয় পাওয়াটাও সহজ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link