More

Social Media

Light
Dark

ওয়ার্নির চোখ ইংলিশ চেয়ারে

ক্রিস সিলভারউডকে ইংল্যান্ড ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই শূন্য আছে ইংলিশদের প্রধান কোচের পদ। সম্প্রতি এই শূন্য পদে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন সাবেক অজি তারকা শেন ওয়ার্ন।

২০২১-২২ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ তে সিরিজ হারের পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ক্রিস সিলভার উডকে। অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই ইংলিশ তারকা। তবে পূর্ণ মেয়াদে কে দায়িত্ব পাবে সে নিয়ে এখন অবধি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ads

স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন জানিয়েছেন সুযোগ পেলে ইংল্যান্ডের প্রধান কোচ হতে চান তিনি। আসন্ন দ্য হান্ড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিট দলের হয়ে প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক এই লেগ স্পিনার। ওয়ার্ন বলেন, ‘আমি এটা করতে চাই। ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য বেশ ভালো সময় এটা। আমি মনে করি আমি বেশ ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবো। ইংল্যান্ডে অনেক ভালো খেলোয়াড় আছে তাদের ডেপথ অনেক। তবে কিছু মৌলিক জিনিস ঠিক রাখতে হবে। আপনি এতো ক্যাচ ছেড়ে দিতে পারেন না কিংবা নো বল দিতে পারবেন না। কিছু ক্রিকেটার আছে যারা ঠিকমতো পারফরম করতে পারছেনা।’

তবে গুঞ্জন রয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানো জাস্টিন ল্যাঙ্গারও আছে ইসিবির ভাবনায়। শেন ওয়ার্নকে এই পদ পেতে হলে লড়াই করতে হতে পারে সাবেক সতীর্থ ল্যাঙ্গারের সাথে। যদিও অফিসিয়ালি ইসিবির পক্ষ থেকে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি কে হতে যাচ্ছে ইংল্যান্ডের পরবর্তী কোচ।

তবে ওয়ার্ন মনে করেন ল্যাঙ্গারকে স্বল্পমেয়াদি চুক্তির অফার করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) তাঁর প্রতি অসম্মান প্রদর্শন করেছে। অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালনের পর এতো সাফল্য অর্জনের পরেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন আচরণে কেউ ল্যাঙ্গারের পাশে না দাঁড়ানোতেও বেশ অবাক হয়েছেন সাবেক এই লেগ স্পিনার। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নের প্রতি অসম্মান দেখিয়েছে। অ্যাশেজ জয় করা, বিশ্বকাপ জয় করার পরেও তার প্রতি এমন আচরণ ঠিক হয়নি। যখন শুনলাম অধিনায়ক কিংবা দলের কোনো ক্রিকেটার তার সমর্থন করেনি বেশ অবাক হয়েছি। কেউ বললো না সে আসলেই দুর্দান্ত ছিলো! আমি সত্যি হতাশ হয়েছি।’

তিনি আরো বলেন, ‘কেনো অস্ট্রেলিয়া সরাসরি তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দিলো না? ল্যাঙ্গার যদি এই পদের জন্য সেরা হয়ে থাকে তাহলে তাঁর সাথে অবশ্যই চুক্তিবদ্ধ হওয়া জরুরি নয় কি? যদি আমি ইংল্যান্ডের হতাম তাহলে তাঁকে প্রধান কোচের দায়িত্বে চাইতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link