More

Social Media

Light
Dark

ঢাকা টেস্টেও নেই সাকিব

এই আশঙ্কাটা ছিলো। সেটাই সত্যি হয়েছে। ঢাকা টেস্টেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী টিম হোটেলেও ওঠেননি এই বাহাতি অলরাউন্ডার।

ওয়ানডেতে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে বিপত্তি বাঁধে শেষ ওয়ানডেতে বোলিং করতে গিয়ে। তৃতীয় ওয়ানডেতে ৪.৫ ওভার বোলিং করার পর কুচঁকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব।

পুনর্বাসন প্রক্রিয়ার ভিতর থেকে চোট কাটিয়ে  সিরিজের প্রথম টেস্টেই মাঠে নামেন এই অলরাউন্ডার। কিন্তু শতভাগ ফিট ছিলেন না তিনি; অস্বস্তি নিয়েই ব্যাট হাতে খেলেন ৬৮ রানের ইনিংস। পরবর্তীতে বোলিং করার সময় আবার চোট পান সাকিব।

ads

টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার বল করার পর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন সাকিব। প্রাথমিক ভাবে দেখে পুরোনো চোট মনে হলেও স্ক্যান করার পর জানা যায় নতুন করে চোট পেয়েছেন এই অলরাউন্ডার; তাঁর বাম উরুর একটি আলাদা অংশে স্ট্রেইন ধরা পড়ে। পরবর্তীতে আর মাঠে নামা হয়নি সাকিবের।

চোট পাওয়া সাকিব আল হাসানকে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে রাখা হয়েছিলো। এরপর থেকেই মেডিকেল টিম তাঁর অবস্থার ও উন্নতির পর্যবেক্ষণ করে। তবে সাকিবের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ঢাকা টেস্টেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

খেলা ৭১ কে আকরাম খান বলেন, ‘সাকিব এখনো সুস্থ হননি। দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না সাকিবকে। ’

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও অবিশ্বাস্য ভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ। মায়ার্স ও বোনার স্বচ্ছন্দে খেলেছে বাংলাদেশি বোলারদের। ম্যাচ শেষে অধিনায়ক মমিনুল হক জানিয়েছিলেন সাকিবকে ছাড়া গোছানো ছিলো না তাদের বোলিং ইউনিট। সাকিব আল হাসান না থাকার প্রভাব পড়েছে বোলিং ইউনিটে।

প্রথম টেস্ট হেরে স্বাগতিকরা যখন দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাড়ানোর ছক আকঁছে সেখানে সাকিবকে না পাওয়াটা তাই বড় ধাক্কা হয়েই এসেছে বাংলাদেশ শিবিরে। সাকিব না থাকায় কম্বিনেশন মেলাতেও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। সাকিবের পরিবর্তে এখন একজন অতিরিক্ত বোলারের সাথে ব্যাটসম্যানও খেলাতে হবে স্বাগতিকদের।

আগামী ১১ ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link