More

Social Media

Light
Dark

এমন দিনের প্রত্যাশা সাকিব নিশ্চয়ই করেননি

সাকিব আর জয়োধ্বনি, বাংলাদেশ ক্রিকেটে এ দুই বিশেষ্য যেন একে অপরের সমার্থক রূপ। সেই সাকিব কিনা এবার শুনলেন সমর্থকদের দুয়োধ্বনি! অবিশ্বাস্য মনে হলেও, আজ মিরপুরে এমনই এক অচেনা দৃশ্যের দৃশ্যায়ন হয়েছে। যেখানে এক সময়কার ‘সাকিব সাকিব’ স্লোগানের চিরায়ত ধ্বনি বদলে রূপ নিয়েছে দুয়োধ্বনিতে।

ক্রিকেট ক্যারিয়ার জুড়ে আলোচনা, সমালোচনা, বিতর্কের সাথেই বসবাস হয়েছে সাকিবের। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় একটুও চিড় ধরাতে পারেনি। তবে ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে জুটল অনাকাঙ্ক্ষিত ধিক্কার। মিরপুরে থাকা সমর্থককূল এবারে সাকিবকে আখ্যায়িত করেছে ভুয়া ভুয়া স্লোগানে।

বিশ্বকাপে ৫ ম্যাচের ৪ টাতেই হেরে ব্যাকফুটে এখন বাংলাদেশ। দলের যখন শোচনীয় অবস্থা তখন, সাকিব দিন তিকে সময়ের জন্য পা দিয়েছেন ঢাকায়। উদ্দেশ্য নাজমুল আবেদীন ফাহিমের সাথে ট্রেনিং করবেন। তাই এক প্রকার তড়িঘড়ি করেই বুধবার মিরপুরের ইন্দোর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন সাকিব।

ads

সেখানে নাজমুল আবেদীন ফাহিমের সাথে প্রায় তিন ঘন্টা অনুশীলন করেন সাকিব। প্রথম দিনে মিরপুরে সাকিবের এমন আকস্মিক উপস্থিতিতে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

তবে দ্বিতীয় দিনের অনুশীলনের দিনে মোড় নিল অন্য ঘটনায়। সমর্থকদের তীব্র রোষানলের মুখে পড়েন সাকিব। প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে সাকিব যখন মিরপুর ছাড়ছেন, তখন ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। অবশ্য এমন দুয়োধ্বনিতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি সাকিব। কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন তিনি।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে বাংলাদেশের দলগত ব্যর্থতার কারণ হিসেবে সাকিবকে দায়ী করেন বাংলাদেশের অনেক সমর্থক। তাছাড়া, তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই সাকিবের সমালোচনা হচ্ছে। তবে সেই সমালোচনা, ক্ষোভ যে সোশ্যাল সাইটের জাল ছাড়িয়ে ‘সরাসরি’ তে মোড় নিবে, তা ছিল অপ্রত্যাশিত।

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে আগামী ২৮ অক্টোবর। জানা গেছে, ম্যাচের আগের দিন বিকালের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব আল হাসান।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link