More

Social Media

Light
Dark

লিটনকে আইপিএলের মন্ত্র শেখালেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসেরই অভিজ্ঞদের একজন সাকিব আল হাসান। এবার না থাকলেও তিনি দু’বার এই আসরের শিরোপা জিতেছেন।

ফলে, আইপিএলের অলিগলি – সবই তাঁর চেনা। তাই তো, আইপিএলে অভিষেকের অপেক্ষায় থাকা লিটন দাসকে আইপিএলের মন্ত্রটা শিখিয়েই দিলেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।

লিটনকে সহজ পরামর্শই দিলেন সাকিব। সাকিবের কথার সারমর্ম হল – ‘যতটা পার উপভোগ করো’। তিনি বলেন, ‘ও যদি সুযোগ পায়, আমি চাইব ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।’

ads

লিটন দাস আছেন কলকাতা নাইট রাইডার্স দলে। একই দলে ছিলেন সাকিবও। তবে, শেষ মুহূর্তে কলকাতা তাঁর সাথে চুক্তি বাতিল করে। কারণ, খুব বেশি সময়ের জন্য আইপিএল খেলার জন্য এনওসি পাচ্ছিলেন না সাকিব। তাই, সাকিব আর লিটনকে পাশাপাশি আইপিএল খেলতে দেখার সুযোগটা এবার মিসই হল।

সাকিব মনে করেন, আইপিএল খেলার অভিজ্ঞতাটা বিশ্বকাপে কাজে লাগাতে পারবেন লিটন। কারণ, অক্টোবর-নভেম্বরে এই ভারতের মাটিতেই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সাকিব বলেন, ‘আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।’

এবারের আইপিএলে প্রথমবারের মত এক সাথে তিন বাংলাদেশি খেলার সুযোগ ছিল। দিল্লী ক্যাপিটালস আগে থেকেই ধরে রেখেছিল মুস্তাফিজুর রহমানকে। আর নিলাম থেকে সাকিব আর লিটনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

যদিও, সাকিব যেতে পারলেন না আইপিএলে। এবার লিটনের অভিষেকটা হয়ে গেলেই হয় বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি আসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link