More

Social Media

Light
Dark

অধিনায়ক সাকিবের জয়ী সূচনা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম রাউন্ড শেষে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। এছাড়া ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন তামিম ইকবাল। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে হেরে ব্যাট করতে নেমে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান সংগ্রহ করে শাইনপুকুর।

ads

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন তানজিদ হাসান। এছাড়া রবিউল ইসলামের ব্যাট থেকে আসে ২৫ রান। মোহামেডানের পক্ষে সাকিব আল হাসান ও ইয়াসিন আরাফাত দুটি করে ও আবু জায়েদ রাহী এবং আসিফ হাসান একটি করে উইকেট শিকার করেন।

১২৬ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে পারভেজ হোসেন ইমনের ৩৯ রান, শামসুর রহমানের ২৪ রান, সাকিব আল হাসানের ২৯ রান ও নাদিফ চৌধুরির ১৯ রানে ভর করে সহজ জয়ের পথে ছিল মোহামেডান। কিন্তু এই চার ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরই চাপে পড়ে মোহামেডান।

শেষের দিকে ৬ উইকেট হাতে রেখে ২২ রানের সমীকরণ মেলানোয় কঠিন হয়ে যাচ্ছিল মোহামেডানের কাছে। কিন্তু আবু হায়দার রনির ৪ বলে ৮ রানে ভর করে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মোহামেডান। শাইনপুকুরের পক্ষে দুটি উইকেট শিকার করেন সুমন খান।

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচ শুরু হতে পারেনি যথাসময়ে। নির্দিস্ট সময়ের পরে শুরু হওয়াতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১২ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে গাজী গ্রুপ।

দলের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ২৬ রান করেন জাকির হাসান। এছাড়া মেহেদী হাসান করেন ১৬ রান ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৪ রান। প্রাইম ব্যাংকের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান।

৯২ রান তাড়া করতে নেমে তামিম ইকবালের ২২ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসে সহজেই জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া রনি তালুকদারের ব্যাট থেকে আসে ২৫ রান। গাজী গ্রুপের পক্ষে দুটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষের দিকে সালমান হোসেন ও মাসুম খানের ব্যাটে ম্যাচে ফেরে খেলাঘর।

কিন্তু দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি দুজন। সালমান ২১ ও মাসুম ২২ রান করে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় খেলাঘর। এছাড়া ওপেনার ইমতিয়াজ হোসেন করেন ২৬ রান। শেখ জামালের পক্ষে তিনটি উইকেট শিকার করেন ইলিয়াস সানি ও দুটি করে উইকেট পেয়েছেন আব্দুল হালিম ও সালাহউদ্দিন শাকিল।

এর আগে প্রথমে ব্যাট করে দুই ওপেনারের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে শেখ জামাল। শেখ জামালের দুই ওপেনার সৈকত আলি ও মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে ৩৮ রান করে। এছাড়া নুরুল হাসান সোহান করেন ২২ রান। খেলাঘরের পক্ষে খালেদ আহমেদ শিকার করেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

  • মোহামেডান-শাইনপুকুর

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১২৫/৬ (ওভার: ২০; তানজিদ- ৩০, রবিউল- ২৫, মাহিদুল- ২০) (সাকিব- ৪-০-২৯-২, ইয়াসিন- ৪-০-২৪-২)

মোহামেডান স্পোটিং ক্লাব: ১২৯/৭ (ওভার: ১৯.৫; পারভেজ- ৩৯, শামসুর- ২৪, সাকিব- ২৯, নাদিফ- ১৯, রনি- ৮*) (সুমন- ৪-০-২৭-২)

ফলাফল: মোহামেডান স্পোটিং ক্লাব ৩ উইকেটে জয়ী।

  • গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৯১/৫ (ওভার: ১২; মেহেদী- ১৬, জাকির- ২৬, সৌম্য- ১৪) (মুস্তাফিজুর- ৩-০-২১-২, নাঈম- ২-০-১২-২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৯২/৩ (ওভার: ৯.২; তামিম- ৪৬, রনি- ২৫) (মেহেদী- ৩-১-১৮-২)

ফলাফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।

  • শেখ জামাল-খেলাঘর

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ১৬৬/৬ (ওভার: ২০; সৈকত- ৩৮, আশরাফুল- ৩৮, সোহান- ২২, এনামুল- ২০) ( খালেদ- ৪-০-২০-২)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ১৪৪/৮ (ওভার: ২০; ইমতিয়াজ- ২৬, সালমান- ২১, মাসুম- ২২) (সানি- ৪-০-১৮-৩, শাকিল- ৪-০-৩৩-২, হালিম- ২-০-২০-২)

ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link