More

Social Media

Light
Dark

সঙ্গী পেয়ে সফল সাকিব

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ী ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলে প্রায় হারতে থাকা ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের ইনিংসটি দলের জয়ে মূল ভূমিকা রাখলেও শ্বাসরুদ্ধকর এই জয়ে সিরিজ জয় নিশ্চিত করায় সাকিব কৃতিত্ব দিচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিনকেও।

সাইফউদ্দিন যখন মাঠে আসেন তখন ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল বাংলাদেশ। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ৬৯ বলে ৬৮ রান। সাকিবের সাথে স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন শুধু তিনিই। সেখান থেকেই সাকিবের সাথে ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাইফউদ্দিন।

দারুণ দায়িত্বশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে এই অলরাউন্ডার অপরাজিত ছিলেন ৩৪ বলে ২৮ রান করে। তাই তো ম্যাচ শেষে ম্যাচ সেরা সাকিব দলের জয়ে বড় কৃত্বিত দিয়েছেন তাকে। সাকিব নিজেও করেছেন ১০৯ বলে অপরাজিত ৯৬ রান। তাই নিজের পারফরম্যান্স নিয়েও খুব খুশি সাকিব।

ads

সাকিব বলেন, ‘আজকে আমার দায়িত্ব নিতেই হতো। আমি খুব খুশি। সাইফউদ্দিন যেভাবে সমর্থন দিয়েছে তাতে তাঁকে কৃতিত্ব দিতেই হবে। ও চাপ জয় করেছিল। প্রথম ম্যাচের সাথে যদি উইকেটের তুলনা করি তবে আজ একটু ধীর ছিল এবং ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ ছিল না। একজনকে রান করতেই হতো। সুযোগ নিতে গিয়ে কিছু উইকেট হারিয়েছি।’

আজ টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আজও মাত্র ৭৫ রানে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব সাইফউদ্দিনের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন দুজনের ব্যাটিং দেখে খুবই ভালো লেগেছে তার। তবে এই জয়ে তামিম কৃতিত্ব দিচ্ছেন বোলারদেরও।

তামিম বলেন, ‘বোলাররা তাদের ২৪০ রানে আটকে দারুণ কাজ করেছিল। প্রথম ইনিংসে উইকেট দুর্দান্ত ছিল। আগের ম্যাচের তুলনায় ২৪১ রান তাড়া করতে পেরে আমি খুশি। আজ অনেকে বাজে ভাবে আউট হলেও সাকিব ও সাইফউদ্দিন যে যেভাবে ব্যাটিং করেছে তা দেখতেও খুব ভাল লাগল।’

প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বড় ব্যবধানে হারলেও আজ দারুণ লড়াই করেছে জিম্বাবুয়ে। এক পর্যায়ে তো জয়ের পথেই ছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে দারুণ ভাবে ফিরে আসাতে তাই খুশি জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন পরের ম্যাচে আরো ভালো করবেন তারা।

টেলর বলেন, ‘আজ খুব ভালো পারফরম্যান্স করেছে সবাই। ছেলেরা যেভাবে শেষ ম্যাচের পারফরম্যান্স থেকে ফিরে এসেছে তাতে আমি সন্তুষ্ট। আপনি যখন ৫০ ওভার ব্যাট করতে চান তখন আপনি ডট বল খেললে ধরা খেতে পারেন। আমরা নিশ্চিত ভাবে আরো কিছুটা সক্রিয় হতে পারি। এটিই আমরা পরের ম্যাচে চেষ্টা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link