More

Social Media

Light
Dark

জৈব বলয় ভেঙে শুটিংয়ে সাকিব!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানন্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ফরচুন বরিশাল। তবে ম্যাচের আগেরদিন আবারও নতুন ইস্যুতে আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। আগের দিন বিপিএল ফাইনালের আনুষ্ঠানিক ফটোসেশনে সাকিবের আসার কথা থাকলেও দেখা গেলো ভিন্ন চিত্র। আনুষ্ঠানিক ফটোসেশনে সাকিবের বদলি হিসেবে আসেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান! একই সাথে ঐচ্ছিক অনুশীলনেও সেদিন দেখা যায়নি বরিশালের এই অধিনায়ককে।

ফাইনালের আগেরদিন হঠাৎ এভাবে সাকিবের অনুপস্থিতিতে প্রশ্ন উঠে সাকিব কোথায়? ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট থেকে অবশ্য জানানো হয় পেটের পীড়ায় ভুগছেন সাকিব। যার কারণেই অনুশীলন কিংবা ফটোসেশনে অংশ নেননি তিনি। ফরচুন বরিশালের ম্যানেজার সাব্বির খান জানান, ‘পেটের পীড়ায় সে অনুপস্থিত ছিলো।’

একই সাথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুড পয়োজিংয়েরও ইঙ্গিত দেন বরিশালের এই ম্যানেজার।

ads

এদিকে সংবাদ সম্মেলনে আসা সোহান জানান, সাকিব আল হাসান জিমে আছেন। তখনই দুই রকম তথ্যে একটা সন্দেহ তৈরি হয়।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হতেই মিললো আরেক খবর। একটি টেলিভিশনের বিজ্ঞাপনের ফটোসেশনের কারণেই কিনা বিপিএলের অফিসিয়াল ফটোসেশনে ছিলেন না সাকিব। জৈব সুরক্ষা বলয় ভেঙে ফাইনালের আগে সাকিবের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় উঠেছে অনেক প্রশ্ন! সাকিবের অনুপস্থিতিতে আগের দিন অফিসিয়াল প্রেস কনফারেন্সও সামলেছেন সোহান। বিকেলে অফিসিয়াল ফটোসেশনের কথা থাকলেও সাকিবের অনুপস্থিতিতে সেটি পূরণ করা হয় সোহানকে দিয়েই!

তবে টিম ম্যানেজমেন্টের কথার সাথে সোহান কিংবা দলের কোচ খালেদ মাহমুদ সুজনের বক্তব্যতেও ছিলো ভিন্নতা। টিম ম্যানেজমেন্ট থেকে সাকিবের পেটের পীড়ার কথা জানালেও সুজনের মতে ব্যক্তিগত ভাবে ভালো লাগছে না বলেই মাঠে আসেননি সাকিব। সাকিবের অসুস্থতা সংক্রান্ত কোনো কিছুই অবশ্য জানানি সুজন। একই সাথে সোহান জানান, ‘সম্ভবত জিম সেশনে থাকায় আজ আসতে পারেনি সাকিব ভাই।’

তিন পক্ষের এমন বক্তব্যের পরই রাতে জানা গেলো আসল ঘটনা। সবকিছু এড়িয়ে ফাইনালের আগেরদিন সাকিব গিয়েছিলেন বিজ্ঞাপনের ফটোশ্যুট করতে! কোমল পানীয় সেভেন আপের বিজ্ঞাপনে অংশ নিতেই হোটেলের বাইরে ছিলেন সাকিব।

অবশ্য এমন ঘটনা সাকিবের জন্য নতুন কিছু নয়। ২০১৯ বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটোসেশনেও ছিলেন না সাকিব! যদিও তিনি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেইল পড়েননি বলেই ভুল বুঝেছেন। এরপর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও পরিবারকে সময় দিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়ে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নিতে দেখা যায় সাকিবকে।

টুর্নামেন্ট চলাকালীন বায়ো সুরক্ষা বাবল ভেঙে সাকিবের এমন কান্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ। তবে মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স যে বরাবরই এসব সমালোচনা-আলোচনা বন্ধ করে দিয়েছে সেটি অবশ্য বলার অপেক্ষা রাখেনা। একই সাথে বার বার এমন কান্ডে প্রশ্ন উঠছে সাকিবের পেশাদারিত্ব নিয়েও!

চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হয়ে নতুন এক কীর্তি গড়েছেন সাকিব। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হবার কীর্তি গড়েন তিনি। এরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দুইবার নাম তুলা হলেও অবিক্রীত থাকেন সাকিব! এ নিয়ে অবশ্য আলোচনা-সমালোচনা কম হয়নি। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম করে টুর্নামেন্ট সেরার দৌড়েও বেশ এগিয়ে আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরই মাঝে ফাইনালের একদিন আগে অফিসিয়াল ফটোসেশন বাদ দিয়ে বিজ্ঞাপনের অংশ নিয়ে নতুন ইস্যুর জন্ম দিয়েছেন এই তারকা ক্রিকেটার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link