More

Social Media

Light
Dark

সাকিবকে ধুয়ে দিলেন শেবাগ

বুধবার অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে রান তাড়া করায় মূল দায়িত্বটা সাকিব আল হাসানকেই নিতে হত। সাকিব সেই দায়িত্ব নিতে পারেননি। দল হেরেছে পাঁচ রানে। এই ইস্যুতে কড়া ভাষায় বাংলাদেশের অধিনায়কের সমালোচনা করেন বীরেন্দ্র শেবাগ।

শেবাগ সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন আজেবাজে মন্তব্য না করে কোহলির মত শেষ পর্যন্ত খেলে যাওয়া উচিত ছিল তাঁর। জেনে নেওয়া যাক, শেবাগ আসলে কোনটিকে বাজে মন্তব্য বলছেন?  

ঘটনা হল ম্যাচ শুরুর আগের দিন সাকিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, কিন্তু ভারত এসেছে। আগামীকাল যদি আমরা জিততে পারি, এটা হবে একটি আপসেট। আগামীকাল ম্যাচে ভারত ফেভারিট।’ সাকিবের এমন মন্তব্যের জেরে শেবাগ সমালোচনা করেছেন।

ads

বাংলাদেশ বনাম ভারত ম্যাচটিতে ভারত তাদের নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৮৪ রান করেছিল। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দারুণ শুরু করে। কিন্তু, বাংলাদেশের দুর্ভাগ্য হয়ে বৃষ্টি নামে অ্যাডিলেডের আকাশে।

পরে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ১২ ডেলিভারিতে ১৩ রান করেন। ১৩ তম ওভারে সাকিব যখন আউট হন তখন জয়ের জন্য তাঁর দলের প্রয়োজন ছিল ২৬ ডেলিভারিতে ৫১ রান।

সাকিব এর কাছ থেকে দায়িত্বসুলভ ব্যাটিং না আসায় সমালোচনা করে শেবাগ ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের পোস্ট ম্যাচ শো-তে বলেন, ‘অধিনায়ক হিসেবে সাকিবের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে, এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

সাবেক এই ভারতীয় ক্রিকেটার মনে করেন বিরাট কোহলির মত শেষ পর্যন্ত খেলা উচিৎ ছিল সাকিবের। কিন্তু, তিনি সেটা পারেননি। শেবাগ বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মত দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।’

শেবাগের এই বক্তব্যটি ছিল সাকিবের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে উদ্দেশ্য করে। সাকিবের ম্যাচের আগের বক্তব্যকে হালকাভাবে নেননি শেবাগ। তাঁর দাবি, এই ধরণের অর্থহীন মন্তব্য করার পরিবর্তে তাঁর দলের প্রয়োজনে দায়িত্ব নেওয়া উচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link