More

Social Media

Light
Dark

মুশফিককে দেখে হাঁটু গেড়ে বসলেন ইরফান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর চলে এসেছে একেবারে শেষ ভাগে। ঢাকাতে এখন বিপিএলের শেষ পর্যায়ের খেলা চলছে। আর শেষ সময়ে সিলেট দলে যোগ দিয়েছেন নতুন এক ক্রিকেটার।

বাংলাদেশে এসেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইরফান, খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। সাত ফুট উচ্চতার এই পেসারকে দেখা গিয়েছে দলের সাথে অনুশীলন করতেও। লম্বা এই ক্রিকেটারের সাথে সবাইকে ছবি তুলতেও দেখা যায়।

দলে নতুন ক্রিকেটার এসেছেন। আর সিলেটের সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁর সাথে কুশল বিনিময় করতে গেলেন মুশফিকুর রহিম। মুশফিক হাত বাড়িয়ে দিতেই হাঁটু গেড়ে বসে পড়লেন সাত ফুট লম্বা মোহাম্মদ ইরফান। হাঁটু গেড়ে বসার পরেই মুশফিকের সমান হয়েছেন এই ক্রিকেটার।

ads

এই দৃশ্য দেখে হাসি ছড়িয়ে পড়ে দলটার সবার মাঝে। ব্যাপারটাতে বেশ মজা পেয়েছেন মুশফিক নিজেও। এরপর দলের প্রায় সবাই ছবি তুলেছেন এই পেসারের সাথে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার অনুশীলনে যেন আনন্দ ছড়িয়ে পড়ল খানিক্ষণের জন্য।

মোহাম্মদ ইরফান এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে লম্বা ক্রিকেটার। পাকিস্তানের এই পেসার দেশটির হয়ে খেলেছেন ২২ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে তাঁর ঝুলিতে আছে মোট ১৬ উইকেট। এছাড়া দেশটির হয়ে ৬০ টি  ওয়ানডে ম্যাচ ও ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন এই পেসার। এবার বিপিএলে এসেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাতে।

ওদিকে সিলেটের পুরো দলই অনুশীলন করেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইনজুরিতে থাকা মাশরাফিও ছিলেন দলের সাথে। ইনজুরির কারণে খুব বেশি অনুশীলন করেননি তবে পুরোটা সময়ই ছিলেন দলের সাথে। মাশরাফি পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত করে জানায়নি দলটি।

তবে আগের থেকে বেশ ভালো অবস্থায়ই আছেন এই পেসার। যদিও প্লে অফ খেলা নিয়ে এখন আর কোন সংশয় নেই সিলেটের। ১০ ম্যাচের ৮ টিতেই জিতে তাঁরা এখন আছে পয়েন্ট টেবিলের সবার উপরে।

ফলে ইনজুরিজনিত সমস্যা পুরোপুরি দূর না হলে মাশরাফিকে বিশ্রামে রাখতেই চাইবে দলটা। শেষ ম্যাচগুলোতে হয়তো নতুন ক্রিকেটারদেরও সুযোগ দিয়ে দেখতে পারা তাঁরা। তবে সিলেটের বড় দুশ্চিন্তা তাঁদের ব্যাটিং লাইন আপের মধ্যমণি মুশফিকুর রহিম।

অভিজ্ঞ এই ব্যাটার এবার বিপিএলে এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অফ ফর্মটা ধরে রেখেছেন বিপিএলেও। এই আসতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এছাড়া পাঁচ ম্যাচেই করতে পারেননি দুই অংকের স্কোরও।

আসরের শেষ পর্যায়ে নিশ্চয়ই মুশফিকের দিকে তাকিয়ে থাকবে সিলেট স্ট্রাইকার্স। বড় ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটারের পারফর্মেন্স আরো শক্তিশালী করে তুলতে পারে দলটাকে।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link