More

Social Media

Light
Dark

‘বাদশাহী’ জবাবের সংবাদ সম্মেলন

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর নেতৃত্বগুণের প্রশংসা গোটা বিশ্বজুড়ে। তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। অবশ্য তা সত্ত্বেও নিজ দেশের সংবাদমাধ্যমে অস্বস্তিকর সব প্রশ্নের মুখোমুখি হতে হয় বাবরকে। আসুন দেখে নেয়া যাক, সংবাদমাধ্যমে জবাব দেয়া বাবরের মজার কিছু উত্তর। 

  • ইংরেজিতে বাবরকে আরো ভালো হতে হবে

পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ এক ইউটিউব ভিডিওতে বলেন, ‘বাবরকে ইংরেজি বলাতে আরো পারদর্শী হতে হবে। সে যদি অনুকরণীয় আদর্শ হতে চায় তবে তাঁর ব্যক্তিত্ব এবং পোশাকে আরো উন্নতি আনতে হবে।’

তানভীরের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকি বাবর আজম নিজেও টুইটারে এক ভিডিওতে তানভীরের বক্তব্যের জবাব দেন। ভিডিওতে বাবর বলেন, ‘আমি একজন ক্রিকেটার, আমার কাজ ক্রিকেট খেলা। আমি জন্মগত ইংরেজ নই, যে কিনা ভাষাটা সম্পূর্ণ জানে। হ্যাঁ, আমি এটা নিয়ে কাজ করছি। তবে এটা এমন ব্যাপার না যে রাতারাতি আহামরি উন্নতি আনা সম্ভব।’

ads

  • ৩০০ স্ট্রাইকরেট কেন নয়?

এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক বাবর আজমের ৫৮ বলে ৭৫ রানের ইনিংস সত্ত্বেও ছয় উইকেটে ম্যাচ হারে পেশোয়ার জালমি। ম্যাচে বাবর এবং মোহাম্মদ হারিস মিলে ৭৬ রানের উড়ন্ত সূচনা এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় মোটে ১৫৬ রানের সংগ্রহ পায় জালমি। জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ৬২ এবং আসিফ আলীর ১৩ বলে ২৯ রানের ক্যামিওতে পাঁচ ওভার হাতে রেখেই জয় পায় ইসলামাবাদ। 

ব্যাটিং নির্ভর পিচে বাবরের ১২৯ স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেন এক সাংবাদিক। তিনি জিজ্ঞেস করেন বাবরের ধীরগতির ব্যাটিংয়ের ফলেই কি রান কম হয়েছে পেশোয়ারের। জবাব দিতে গিয়ে মেজাজ হারান বাবর। তিনি বলেন, ‘৩০০ স্ট্রাইকরেট কেন নয়?’

  • আফতাব ইকবালের ইটের জবাবে পাটকেল

পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক আফতাব ইকবাল এক টিভি অনুষ্ঠানে বাবর আজমের সমালোচনা করেন। তিনি দাবি করেন দলের বাকি খেলোয়াড়ের সাথে বাবরের ব্যক্তিত্বের সংঘাত রয়েছে। তিনি বলেন, ‘আমি বাবরের ক্যাচ মিস করা কিংবা রান না করা নিয়ে মন্তব্য করবো না, তবে দলের বাকি খেলোয়াড়ের প্রতি তাঁর আচরণ এবং দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন।’ এছাড়া বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন আফতাব। 

জবাবে বাবর অবশ্য একদম ছক্কা হাঁকান বাবর। সংবাদ সম্মেলনে তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আপনি কার ব্যাপারে কথা বলছেন? আমি তাঁকে চিনি না। তাছাড়া এ ধরনের কথা চলতেই থাকবে, এমনকি যখন আপনি ভালো খেলবেন তখনও। কিন্তু আমরা এ নিয়ে ভাবছি, কেবল দলের আত্নবিশ্বাস এবং একতা বজায় রাখতেই আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ 

বাবর আরো বলেন, ‘আমরা মাঠে সবসময় শতভাগ দেয়ার চেষ্টা করি। কখনো কখনো হয়তো সব পরিকল্পনা সঠিক হয় না, তবে আমরা প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা বজায় রাখি।’

  • আপনার কাছে থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হবে?

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে রোমাঞ্চকর এক ড্রয়ের পর এক সাংবাদিক প্রশ্ন করেন বাবরের কাছে থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হবে কিনা। তিনি বলেন, ‘সবাই বলছে দলের উপর থেকে আপনার কর্তৃত্ব ক্রমশই কমে যাচ্ছে এবং পাকিস্তান ক্রিকেটে আপনার বন্ধুসংখ্যাও হ্রাস পাচ্ছে।’

তাঁকে থামিয়ে দিয়ে বাবর পাল্টা প্রশ্ন করেন, ‘কোন বন্ধু?’ 

এরপর সেই সাংবাদিক প্রশ্ন সম্পন্ন করেন এবং বলেন, ‘শহীদ আফ্রিদি আসার পর ওয়ানডের সহঅধিনায়কের জায়গায় পরিবর্তন আসলো, শান মাসুদকে নিযুক্ত করা হলো। এখন শোনা যাচ্ছে টেস্ট অধিনায়কত্ব আপনার থেকে কেড়ে নেয়া হবে।’

জবাবে বাবর বেশ মজার এক উত্তর দেন। তিনি বলেন, ‘স্যার, কেবলমাত্র আপনিই জানেন কার কাছে অধিনায়কত্ব যাচ্ছে। আমি এসব নিয়ে ভাবি না। আমার একটাই কাজ মাঠে পারফর্ম করা এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link