More

Social Media

Light
Dark

নিজেকে খুঁজছেন সাদমান

মানুষ স্বপ্ন বুনতে ভালোবাসে। এই স্বপ্নকে কেন্দ্র করেই মানুষ বেঁচে থাকে। একটি মানুষের জীবনে স্বপ্ন শেষ মানে, বাঁচার ইচ্ছেই শেষ। ঠিক তেমনি ক্রিকেট পাগল এই বাংলাদেশেও মানুষ স্বপ্ন দেখে এই দেশের জার্সি পরে খেলা প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যাদের নিয়ে এমন ক্রিকেটারদের মধ্যে সাদমান ইসলাম অন্যতম। লোকমুখে প্রায়শই শোনা যেত সাদমান ইসলামের ব্যাটিং স্টাইল নাকি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্যাটার ব্রায়ান লারার মত।

কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি সাদমান ইসলাম। অথচ, যখন দলে প্রথম ঢুকেছিলেন দেশের মানুষ তাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে সাদমান ইসলামের অভিষেকও ছিল অনেকটা স্মরণীয়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর, সে ম্যাচে ১৯৯ বলে ৭৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচে সাদমানের ব্যাটিং টেম্পারমেন্ট সকলকেই মুগ্ধ করেছিল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক সেঞ্চুরি এবং দুই হাফ সেঞ্চুরি রয়েছে সাদমানের।

টেস্ট ক্রিকেটে তাঁর একমাত্র সেঞ্চুরি এসেছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তবুও মাঝে মাঝে নিজের টেস্ট ব্যাটিং অ্যাবিলিটির ঝলক দেখালেও কখনোই টানা বড় ইনিংস খেলে যেতে পারেননি সাদমান। যতই দিন গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক ততোটাই ছন্দপতন হয়েছে তাঁর। তবে, বেশ কিছুদিনই বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট ওপেনার ছিলেন সাদমান।

ads

বাংলাদেশ স্কোয়াডে মাহমুদুল হাসান জয়ের অন্তর্ভুক্তির পর থেকেই অধিকাংশ সময়ে টেস্ট একাদশের বাইরে ছিলেন তিনি। মাঝখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি সেই সুযোগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দুই ইনিংস মিলিয়ে মাত্র নয় রান করেছেন। এরপর, আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর।

সাদমান ইসলামের ব্যাটিং টেম্পারমেন্ট তাঁকে লম্বা দৌড়ের ঘোড়া হিসেবেই হাজির করেছিল। তবে তিনি সে দৌড়ে পিছিয়ে গিয়েছেন অনেকটাই। নিজেকে ফিরে পাওয়ার তাড়না প্রায় প্রতিটা মানুষের মধ্যেই বিদ্যমান। সাদমানও সেদিক থেকে ব্যতিক্রম নয় নিশ্চয়ই। তাইতো, আবারও জাতীয় দলে ফেরার জন্য ঘাম ঝরাচ্ছেন এই বাঁ-হাতি ব্যাটার।

আজ মিরপুরের একাডেমি মাঠে নেট সেশনে ঘাম ঝরিয়েছেন। এছাড়াও, করেছেন রান আপ প্র্যাক্টিস। অনুর্ধ্ব১৯ ক্রিকেটে সাদমান ইসলাম ছিলেন একজন ধারবাহিক ব্যাটার। আন্তর্জাতিক অনুর্ধ্ব১৯ ক্রিকেটে ২৬ ম্যাচে ৩৯.২০ গড়ে সাদমান করেছিলেন ৯২৬ রান। যেখানে তার সেঞ্চুরি সংখ্যা একটি হলেও সেঞ্চুরির কাছাকাছি ইনিংস রয়েছে বেশ কয়েকটি। কিন্তু, আন্তর্জাতিক আঙিনাতে এসে হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি।তবে, কি হারিয়েই গেলেন সাদমান নাকি আবারও বীরের বেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সবুজ গালিচায়, তা সময়ই বলে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link