More

Social Media

Light
Dark

খ্যাপ ক্রিকেটেও খাপছাড়া সাব্বির

অফ স্ট্যাম্পের একটু বাইরের লাইন ধরে এগিয়ে যাওয়া বল। সেই বলে সাব্বির রহমানের ব্যাটের আলতো খোঁচা। বল খুঁজে নেয় উইকেটরক্ষকের দস্তানা। শূন্যরানে সাজঘরে সাব্বির। না, এই দৃশ্য কোন আন্তর্জাতিক ম্যাচের নয়। এই দৃশ্য সিলেটের এক স্থানীয় টুর্নামেন্টের। সেখানেও যেন সাব্বির রহমান ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বেড়িয়ে আসতে পারেননি।

একটা সময় সাব্বির রহমান ছিলেন বাংলাদেশ জাতীয় দলের আশার আলো। সে আলো ধুলোয় মাখামাখি করে আধারে হয়েছে পরিণত। হার্ডহিটার ব্যাটার, বলকে ক্লিনহিট করতে পারতেন। সামর্থ্য ছিল দারুণ সব ইনিংস খেলার। প্রতিভাধর তিনি ছিলেন- সে বিষয়ে নেই কোন সন্দেহ।

তবে এই প্রতিযোগিতার দুনিয়াতে প্রতিভাই যে শেষ কথা নয়। চাই পরিশ্রম, চাই অধ্যাবসায়, চাই শৃঙ্খল জীবন। তবে তো সাফল্য হবে ধারাবাহিক। সে সবের কোন কিছুরই যেন তোয়াক্কা করেননি সাব্বির। তারকা খ্যাতির নেতিবাচক প্রভাবে গা ভাসিয়েছেন তিনি। তাইতো প্রকৃতিও যেন নিচ্ছে প্রতিশোধ।

ads

স্বীকৃত ক্রিকেটে তিনি এখন আর দল পান না। এমনকি যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ সেঞ্চুরি রয়েছে তার সেই বিপিএলের জন্যও তিনি বিবেচিত হন না। দলগুলো আর তার উপর ভরসা করতে পারে না। ভরসা করবার তো বিশেষ কোন কারণও অবশিষ্ট নেই।

এই যে অখ্যাত এক টুর্নামেন্টেও যে খাবি খান সাব্বির। ক্রিকেটীয় স্কিল আর অভিজ্ঞতায় ঢের পিছিয়ে থাকা বোলারদের বিপক্ষেও যে অসহায় ভাবে আত্মসমর্পণ করেন তিনি। এমন একজন ব্যাটারের পেছনে কেই বা চাইবে নিজের অর্থ, সময় ব্যয় করতে। এমন একজন ব্যাটারকে আন্তর্জাতিক মানের বোলারদের সামনে ছেড়ে দেওয়া মানেই যে খাল কেটে কুমির ডাকা।

তবে সাব্বির নিশ্চয়ই এমন ছিলেন না। তাকে এতটাও অসহায় মন হয়নি আগে। বছর চারেক আগেও নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরির সুখস্মৃতি ছিল তার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দারুণ সব ইনিংসও খেলেছেন ডানহাতি এই ব্যাটার।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অনবদ্য ৮০ রানের ইনিংস। তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। সে সবই তো ছিল সাব্বিরে প্রতিচ্ছবি। কিন্তু সময় বদলেছে। সাব্বির নিজেকে বদলাতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেননি। পরে যান অফফর্মের গ্যারাকলে।

সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। নিজের খারাপ সময়টাও আর পার করতে পারেননি। তাইতো খ্যাপ ক্রিকেট খেলে দিনাতিপাত করতে হচ্ছে তাকে। সেখানেও যে খুব একটা আলো ছড়াচ্ছেন তেমন নয়। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও ফিরে আসার সেই তাগিদেরও দেখা নেই।

প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে শেষ ৫ ম্যাচে সাব্বিরের মোট রান ৬৮। এর মধ্যে তিনি ব্যাট করেছেন ৮ ইনিংসে। ঠিক কতটা বাজে সময় কাটাচ্ছেন সাব্বির তা আর বলার অপেক্ষা রাখে না। এক উজ্জ্বল তারকা যে মাটিতে আছড়ে পড়েছে দারুণভাবে। উজ্জ্বলতা ফিরে পাওয়ার সম্ভাবনাও বাকি নেই যে আর। সাব্বির হয়ত একটা শেষ চেষ্টা করতে চাইবেন। আদতে তিনি চাইবেন তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link