More

Social Media

Light
Dark

এশিয়া কাপের পাকিস্তানি রানমেশিন

২০১৮ সালের পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে পঞ্চাশ ওভারের এশিয়া কাপ। মাঝে যে দুটি আসর হয়েছে, তা মূলত ছিল বিশ ওভারের সংস্করণ। অবশ্য এবারের এশিয়া কাপ অন্য দিক দিয়েও বেশ অনন্য। কারণ এবারই প্রথম, হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাদেশীয় এ টুর্নামেন্ট।

যা হোক, চলুন দেখা যাক, পঞ্চাশের ওভারের এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে কার ব্যাট সবচেয়ে বেশি হেসেছে।

  • উমর আকমল (৫১০ রান) 

উমর আকমল নামটা হয়তো পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একরাশ আক্ষেপেরই সমার্থক হয়ে থাকবেন। তাঁকে নিয়ে যতটা আশা করা হয়েছিল, তার সিকি ভাগও ফেরত পায়নি পাকিস্তান। তবে এশিয়া কাপে নিজের ব্যাটিং সক্ষমতার ছাপ ঠিকই রেখেছিলেন এ ব্যাটার।

ads

সব মিলিয়ে এশিয়া কাপ আসরে ১২ টি ম্যাচ খেলেছেন উমর আকমল। যেখানে ১ সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরির সুবাদে ৫১ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৫১০ রান। যা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

  • শহীদ আফ্রিদি (৫৩২ রান) 

পঞ্চাশ ওভারের এশিয়া কাপের মঞ্চে সব মিলিয়ে ২৩ টি ম্যাচ খেলা শহীদ আফ্রিদি করেছেন ৫৩২ রান। যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৫.৪৬। এর মধ্যে দুটি শতক আর একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।

ব্যক্তিগত নৈপুণ্যে আফ্রিদি সেরা আসর কাটিয়েছিলেন ২০১০ এশিয়া কাপে। সেবার দুই সেঞ্চুরিসহ টুর্নামেন্টের সেরা ব্যাটার ও সিরিজ সেরার পুরস্কার উঠেছিল তাঁর হাতে। কিন্তু আফ্রিদির আগ্রাসী পারফর্ম্যান্সের পরও সে আসরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান।

  • ইউনুস খান (৫৪৬ রান) 

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ইউনুস খান। বলা হয়, তাঁর মত ক্লাসিক ব্যাটার কমই এসেছেন পাকিস্তান ক্রিকেটে।

মহাদেশীয় এ আসরে খেলা ১৪ ম্যাচ তিনি রাঙিয়েছেন ২ টি সেঞ্চুরি আর ৩ টি হাফ সেঞ্চুরির সৌজন্যে। সব মিলিয়ে ৪৯.৬৩ গড়ে করেছেন ৫৪৬ রান।

  • ইনজামাম উল হক (৫৯১ রান) 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনিই এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানি ব্যাটার যিনি ক্যারিয়ারে ১০০০০ রান পেরিয়েছেন। এশিয়া কাপের আসরেও এ ব্যাটার দেখিয়েছেন নিজের ব্যাটিং প্রতাপ।

১৩ ইনিংসে ৫৯.১০ গড়ে করেছেন ৫৯১ রান। যা পাকিস্তানিদের মধ্যে এশিয়া কাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ। মিডল অর্ডারে বরাবরই পাকিস্তানের প্রাণভোমরা ছিলেন ইনজি।

  • শোয়েব মালিক (৭৮৬ রান) 

তিনটা সেঞ্চুরি, তিনটা হাফসেঞ্চুরি! এশিয়া কাপে খেলা ১৫ টা ইনিংসের মধ্যে ৬ টা ইনিংসেই পঞ্চাশ পেরিয়েছেন শোয়েব মালিক। এমন দুর্দান্ত পরিসংখ্যানে তাই ছাপিয়ে গিয়েছেন সবাইকে।

সব মিলিয়ে পঞ্চাশ ওভারের এশিয়া কাপ সংস্করণে ৬৫.৫০ গড়ে করেছেন ৭৮২। যা তাঁকে পৌঁছে দিয়েছে এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানি ব্যাটারদের শীর্ষ আসনে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link