More

Social Media

Light
Dark

আবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন রোনালদো

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সেই তাই ইউরোপে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি এটা মেনে নেওয়া কষ্টকরই ছিল ফুটবল ভক্তদের জন্য।

তবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেয়া রোনালদোর জন্য ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না এখনই। আল নাসেরের সাথে চুক্তির একটি ধারা এখনো বাঁচিয়ে রেখেছে রোনালদোর চ্যাম্পিয়নস লিগে খেলার আশা।

ads

ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়টা মোটেই ভাল যাচ্ছিল না রোনালদোর। পিয়ার্স মরগানকে দেয়া সেই আলোচিত সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে তুলোধোনা করেন রোনালদো। এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকছেন না তিনি।

তবে সেই সাক্ষাৎকারেই রোনালদো জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবেই ভবিষ্যতে খেলতে চান তিনি। যদিও শেষ পর্যন্ত বার্ষিক প্রায় ২১ মিলিয়ন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। তবে আল নাসেরের সঙ্গে চুক্তিতে নিজের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সামান্য সুযোগ রেখেছেন রোনালদো।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের মালিকানায় আছে সৌদি আরবের পাবলিক ইনভেসমেন্ট ফান্ড। আল নাসের – রোনালদোর চুক্তিতে বলা আছে, নিউক্যাসল যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে লোনে সেখানে খেলতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল বর্তমানে আছে ৩ নাম্বারে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে মৌসুম শেষে তাদের থাকতে হবে সেরা চারে। নিজেদের অবস্থান ধরে রাখতে পারলে সামনের মৌসুমেই নিউক্যাসলের জার্সিতে দেখা যেতে পারে রোনালদোকে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তাই আবারো সুযোগ থাকছে নিজের রেকর্ডকে আরো সামনে নিয়ে যাবার।

১৪০ গোল করে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ১২৯ গোল নিয়ে ঠিক তার পেছনেই আছেন লিওনেল মেসি। রোনালদো ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমানোর পর পিএসজির হয়ে খেলা মেসি খুব দ্রুতই রোনালদোর রেকর্ড ভেঙে দেবেন এমনটাই মনে করা হচ্ছিল। তবে রোনালদো যদি আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন তাহলে মেসি-রোনালদোর সেই প্রতিদ্বন্দ্বিতা আবারো দেখার সুযোগ পাবেন ফুটবল ভক্তরা।

লোনে নিউক্যাসলে খেলতে গেলে রোনালদো আবারো মুখোমুখি হতে পারেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। যেই ক্লাবে নিজের বিশ্বসেরা হবার পথ রচনা করেছিলেন রোনালদো সেই ক্লাবেই দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে তিক্ততা দিয়ে। তাই রোনালদোর ক্যারিয়ারের অনেক হিসাব-নিকাশ এখন ঝুলে আছে নিউক্যাসল ইউনাইটেডের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link