More

Social Media

Light
Dark

ব্রাজিলের কোচ খুঁজে বের করবেন রোনালদো

ব্রাজিলের জন্য ২০ বছর অনেকটা সময় বিশ্বকাপ শিরোপা বঞ্চিত থাকার জন্য। ২০০২ সালের পর আর কোনো বিশ্বকাপের ফাইনালেও খেলতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েও কোয়ার্টার ফাইনালেই হেক্সা মিশন শেষ করতে হয়েছে ব্রাজিলকে।

ব্যর্থতার দায় নিয়ে এরপরই পদত্যাগ করেছেন কোচ তিতে। এরপর থেকেই নতুন কোচ খোঁজার মিশনে নেমেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অনেক নামি দামী নাম শোনা গেছে, তবে সিবিএফ এখন অবধি কাউকে চূড়ান্ত করতে পারেনি।

ads

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এর আগে কখনোই ভিনদেশি কোনো কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। প্রতিবার কোচ নিয়োগের সময়ই বেশ কয়েকজন হাই-প্রোফাইল বিদেশি কোচ থাকেন ব্রাজিলের কোচ হবার আলোচনায়। কিন্তু প্রতিবারই বিদেশি কোচদের পেছনে ফেলে ফুটবল ইতিহাসের সফলতম দলটির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান কোচরাই।

এবারও ঠিক তেমনি ব্রাজিলের কোচ হবার আলোচনায় আছেন পেপ গার্দিওলা, কার্লোস আনচেলত্তি সহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট কোচ। এবার বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে, প্রথমবারের মত বিদেশি কোচের পথে হাঁটছে ব্রাজিল। যোগ্য কোচ খুঁজে পেতে রীতিমতো ঘাম ছুঁটছে ব্রাজিলের। তাই এবার দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ কোচ নিয়োগের প্রক্রিয়ার সাথে যুক্ত করতে যাচ্ছে দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিওকে।

শুধু ব্রাজিল নয় বিশ্ব ফুটবলের ইতিহাসেরই সর্বকালের সেরা সেন্ট্রাল ফরোয়ার্ড বলা হয় রোনালদোকে। খেলোয়াড় থাকাকালীন ব্রাজিলকে সম্ভাব্য সব জিতিয়েছেন তিনি। সর্বশেষ ব্রাজিলকে পঞ্চম শিরোপা জেতানোর অন্যতম নায়কও ছিলেন রোনালদো।

রোনালদোকে কোচ নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত করে রোনালদোর ফুটবলীয় প্রজ্ঞাকে কাজে লাগাতে চাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের মত দলের জন্য কোচ খুঁজে পাওয়া খুব সহজ ব্যাপার নয়। জয়ই শুধু বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের সন্তুষ্ট করতে পারে না। ব্রাজিল ফুটবলারদের পায়ে ‘জোগো বানিতো’র ছন্দ খুঁজে বেড়ায় সমর্থকরা। তাই এই সুন্দর ফুটবল খেলানোর জন্য ব্রাজিলের চাই যোগ্য কোচ।

আনচেলত্তি ব্রাজিলের কোচ হবার গুঞ্জন উবে গেলেও এবার ব্রাজিলের কোচ হবার আলোচনায় উঠে এসেছেন স্প্যানিশ কোচ লুইস এনরিক। বিশ্বকাপের পর স্পেন দলের দায়িত্ব ছাড়া সাবেক বার্সা কোচ এনরিক জানিয়েছেন ক্লাব দলকে আর কোচিং করাবেন না তিনি। ব্রাজিলেও এনরিকে কাজের ধরণের সমর্থক রয়েছে। রোনালদো ‘দ্যা ফেনোমেনন’ এবার নতুন দায়িত্বে ব্রাজিলকে কতটা সাহায্য করতে পারেন সেই দিকেই নজর থাকবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link