More

Social Media

Light
Dark

রোনালদো তবুও রয়ে গেছেন আড়ালে

বয়স ৩৮ বছর। কিন্তু ধার কমেনি একটুও। কারিয়ারের শুরুতে খেলতেন উইং থেকে, পরে অবতীর্ণ অনেকটা স্ট্রাইকারের ভূমিকায়। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে থাকার সময় সমালোচিত হচ্ছিলেন, বয়সের কারণে ধার কমে যাওয়ায়। তবে আল নাসেরে এসেই সমালোচনার খোলস থেকে বের হয়েছেন তিনি। দেখাচ্ছেন বুড়ো হাড়ের মুন্সিয়ানা।

এই মৌসুমে অবশেষে ফিরে পাওয়া গেল সেই পুরোনো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তিনি করে ফেললেন ৫৩ গোল। আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন জোড়া পেনাল্টি গোল। সেই ম্যাচের দ্বিতীয় গোলের মাধ্যমে ছুঁয়ে ফেলেন এই রেকর্ড। ক্যারিয়ারে এক মৌসুমে গোলের হাফ সেঞ্চুরি এক সময়ে ছিল রোনালদোর জন্য ডালভাত।

রিয়াল মাদ্রিদে থাকার সময়ে ২০১০-১১ মৌসুম থেকে ২০১৫-১৬ সাল পর্যন্ত টানা করেছেন মৌসুমপ্রতি ৫০ গোলের বেশি। তারপর অবশেষে পেলেন হাফ সেঞ্চুরির দেখা এই মৌসুমে। এরপরেও বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে কতটুকু এগিয়ে থাকলেন রোনালদো? বর্ষসেরা ফুটবলার হওয়ার জন্য একটা বড় মানদণ্ড ট্রফি জেতা। এই মৌসুমে রোনালদোর গোলগুলো আল নাসেরের কতটা কাজে আসছে?

ads

রোনালদোর এত গোলের পরেও আল নাসের নেই লিগের শীর্ষ স্থানে। শীর্ষে থাকা আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা আছে দ্বিতীয় পজিশনে। মহাদেশীয় টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাঁরা গ্রুপ পর্ব শেষ করেছে গ্রুপ সেরা হয়ে।

বর্ষসেরা হওয়ার দৌড়ে আরেকটা বড় মানদণ্ড প্রতিপক্ষ আর স্থান। এই মৌসুমে গোল সংখ্যায় রোনালদোর সাথে পাল্লা দেওয়া হ্যারি কেন আর কিলিয়ান এমবাপ্পে খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দু’টোয়। যেকোনো বিবেচনায় ইউরোপ এগিয়ে থাকবে সৌদি লিগ থেকে। এএফসি চ্যাম্পিয়নস লিগও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে পিছিয়ে থাকবে অনেকটাই।

সৌদি লিগ আর এএফসি লিগের প্রতিপক্ষও ইউরোপের তুলনায় খর্ব শক্তির। জাতীয় দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি যে দলগুলোর বিপক্ষে গোল করছেন সে দলগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী। গত বিশ্বকাপেই সেটার আভাস মিলেছিল। এমনকি বাদ পড়েছিলেন মূল একাদশ থেকেও। এই বছরের ইউরো আর ২৬ সালের বিশ্বকাপ বাছাই তাই রোনালদোর জন্য বড় চ্যলেঞ্জ।

বড় কোন শিরোপা যুক্ত হয়নি রোনালদোর নামের পাশে। তাছাড়া মানের বিচারেও তিনি রয়েছেন বেশ পিছিয়ে থাকা এক লিগে। ঠিক সেসব কারণেই গোলের হাফ সেঞ্চুরি করেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে নেই রোনালদো। সেসবের জন্যে অবশ্য রোনালদোর প্রয়োজন অতিমানবীয় কিছু করে দেখানো। বয়সের ভারে সেসব কিছু রোনালদো কতটুকু করতে পারবেন তা হয়ত সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link