More

Social Media

Light
Dark

সৌদি ক্লাবে যাচ্ছেন রোনালদো!

কাতারে ঘটনাবহুল এক বিশ্বকাপ কাটাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের শুরুতে পিয়ার্স মরগ্যানের এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গোলের বিতর্ক শেষ হতে না হতেই তাঁকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নতুন গুঞ্জন। সৌদি ক্লাব আল নাসারের সাথে ২২৫ মিলিয়ন ইউরোর তিন বছরের চুক্তি সেরেছেন রোনালদো – এমন খবরই ভেসে বেড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। 

এবারের মৌসুমের শুরুতেই রোনালদোর কাছে লোভনীয় প্রস্তাব পাঠিয়েছিল সৌদি এক ক্লাব। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে রোনালদো বেছে নেন ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যাওয়ার। এরপরের সময়টা ভালো কাটেনি ওল্ড ট্র্যাফোর্ডে, নতুন কোচ এরিক টেন হাগের অধীনে মাঠে ছিলেন মাত্র ৫২০ মিনিট। এমনকি ক্যারিয়ারে প্রথমবারের মতো সাসপেন্ডও হতে হয়েছিল তাঁকে। সম্পর্কটা যে আগের মতো নেই সেটা টের পাওয়া যাচ্ছিল, কোথাও যেন পুরনো সুরটা কেটে গিয়েছিল।

বিশ্বকাপ শুরুর আগে পিয়ার্স মরাগ্যানের এক সাক্ষাৎকারে কোচ এবং ম্যানেজমেন্টের সমালোচনা করেন। দাবি করেন ক্লাব কর্মকর্তারা চান না তিনি ক্লাবে থাকুন। ফলে তাঁর ইউনাইটেড ছাড়াটা হয়ে দাঁড়িয়েছিল কেবল সময়ের অপেক্ষা। দুই পক্ষ অবশ্য খুব বেশি দেরি করেনি। গত সপ্তাহেই রোনালদো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন দুই পক্ষের আলোচনার মাধ্যমে চুক্তি শেষ করছেন তিনি।

ads

এমনিতেই ক্যারিয়ারের শেষ বেলায় খানিকটা চাপহীন সময় কাটাতে ফুটবলাররা বেছে নেন এশিয়া এবং যুক্তরাষ্ট্রের লিগগুলোকে। তাছাড়া অর্থের পরিমাণটাও ইউরোপের চাইতে বেশি। অন্যদিকে ক্লাবগুলোর সামনেও থাকে স্পন্সরের সাথে বড় অংকের চুক্তির সুযোগ। কার্যত ক্লাবশূন্য রোনালদোকে দলে ভেড়াতে তাই আবারো উঠেপড়ে লাগে আল নাসার। এছাড়া বয়স যত গড়াচ্ছে রোনালদোর পারফরম্যান্স যেন আর ধারালো হচ্ছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে গোল করে একমাত্র ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব গড়েন তিনি। এছাড়া তাঁর দল পর্তুগালও দারুণ খেলছে, ইতোমধ্যেই উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। সবমিলিয়ে আল নাসার তাই মরিয়া হয়েই ছুটছে রোনালদোর পেছনে। প্রতি বছরে ৭৫ মিলিয়ন ইউরো পর্যন্ত তাঁকে বেতন দিতে রাজি ক্লাবটি। রোনালদো রাজি হলেই এই চুক্তি সম্পন্ন হয়ে যাওয়া স্ময়ের ব্যাপার মাত্র। 

সৌদি আরবের সেরা ক্লাবগুলোর একটি আল নাসার। শেষ তিন বছরে লিগ শিরোপা না জিতলেও কাপ শিরোপা এসেছে তাঁর ঘরেই। এবারের মৌসুমেও আল শাবাবের চাইতে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে। তাছাড়া তারকা ফুটবলার নতুন সংস্কৃতি নয় নাসারে।

বর্তমান দলেই খেলছেন কলম্বিয়ান ডেভিড অসপিনা, ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইজ গুস্তাভো এবং ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবুবকর। এরমাঝে আবুবকর খেলছেন এবারের বিশ্বকাপেও, সার্বিয়ার বিপক্ষে গোলও আছে তাঁর। এছাড়া তাঁদের কোচ রুডি গার্সিয়ার প্রোফাইলও বেশ ভারী, রোমা-মার্শেইয়ের মতো ক্লাব সামলেছেন এর আগে। 

তবে যাকে ঘিরে এত গুঞ্জন সেই রোনালদো এখনো কিছু জানাননি। তাঁর মূল ভাবনা বিশ্বকাপকে ঘিরে, নিজের শেষ বিশ্বকাপটা তিনি রাঙ্গাতে চান আপন জাদুতে। জানিয়ে দিয়েছেন যত লোভনীয় প্রস্তাবই আসুক, সবটা তিনি ভেবে দেখবেন বিশ্বকাপের পরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link