More

Social Media

Light
Dark

রোহিত শর্মা, জানি আপনি কিছুই ভুলেননি!

রোহিত শর্মা, আপনার থেকে ভালো হয়তো কেউ জানেন না যে গত ১৯ নভেম্বর রাত্রে কোনো ক্রিকেটপ্রেমী ভারতীয় ভালোভাবে ঘুমোতে পারেননি। আপনি নিজেও কি পেরেছিলেন? কিন্তু আমরা অক্ষম অসহায়, দিনের পর দিন দেখেছি অস্ট্রেলিয়া কাপ জিতে উল্লাস করছে, আমাদের দল দাঁড়িয়ে আছে মাঠের এক কোনায়, ক্লান্ত, বিধ্বস্ত, ক্রন্দনরত।

২০০৩ থেকে ২০২৪, এই একই গল্প আমরা দেখেছি। এর মাঝে ২০০৭ সেমিফাইনাল আর ২০১১ কোয়ার্টার ফাইনালে যুবরাজ সিং নামক এক অতিমানব অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়েছিলেন বিশ্বকাপ থেকে, আমরাও কাপ জিতেছিলাম। অনেক দুঃখের দিনের মাঝে দুটো দিন উল্লাস করেছিলাম।

তারও আগে, আপনার শহরেরই আরেকজন বেঁটে মারাঠি অস্ট্রেলিয়ার সামনে একাই রুখে দাঁড়াতেন, শারজায় কোকা কোলা কাপ বা টাইটান কাপ, অথবা সিবি সিরিজ আমরা তাঁর হাত ধরেই জিতেছি। আপনি শেষবারেরটায় ছিলেন পার্শ্ব চরিত্রে। আজ তিনি অবসর নিয়েছেন।

ads

আমরাও অস্ট্রেলিয়াকে আর বিশ্বকাপের নক আউট ম্যাচে হারাতে পারিনা। ২০০৩ ফাইনাল, ২০১৫ সেমিফাইনাল আর ২০২৩ ফাইনালের তিন তিনটে হারের দগদগে ক্ষত! কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপে তো প্রথমবারের মত ভারত একটিও ম্যাচ না হেরে ফাইনালে উঠেছিল, প্রথমবারের মতো ফাইনালে অবিসংবাদী ফেভারিট হিসেবে শুরু করেও পারেনি।

আপনার বিধ্বংসী হয়ে ওঠার শুরুতেই দুর্দান্ত ক্যাচে ফিরে যাওয়া ভারতের ইনিংসকে হ্যাঁচকা টানে মন্থর করে দিয়েছিল যা থেকে আমরা আর বেরোতে পারিনি। আমরা ভুলিনি, আমি জানি, আপনিও ভোলেননি।

বিশ্বকাপ ফাইনাল হারার বদলা ফাইনাল জয় দিয়েই হয়। কিন্তু স্টার্ক বা কামিন্সের বলে আপনার মারা চাবুকের মতো একেকটা ছক্কা যখন গ্যালারিতে গিয়ে পড়ছিল, মনে হচ্ছিল, কিছু হিসেব আপনারও চোকানো বাকি ছিল। যেমন আগে চোকাতেন সেই বেঁটে মারাঠি, কখনও ওলোঙ্গার বিরুদ্ধে বা কখনও শোয়েব, কখনও ম্যাকগ্রা বা কখনও ক্যাডিকের কখনও বা ওয়ার্নের বিরুদ্ধে।

আপনার ৪১ বলে ৯২ রানের ইনিংসটায় মারা ৮ টা ছক্কা আর ৭ টা চার বিশ্বকাপ হারের বদলা হয়তো নিলো না, তবে ১৯ নভেম্বরের জ্বালাটা কিছুটা জুড়িয়ে দিলো। নিয়তির কি অদ্ভুত পরিহাস, বিশ্বকাপ ফাইনালে আপনার প্রায় অসম্ভব ক্যাচ নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন যিনি, সেই ভারতকে সব ফাইনালে ভোগানো ট্রাভিস হেডের ক্যাচ এবার গিয়ে জমা হলো আপনারই হাতে।

পোয়েটিক জাস্টিস!  ভারতীয় সমর্থক ও ক্রিকেটপ্রেমীর তরফ থেকে এই মুহূর্তটার জন্য ধন্যবাদ প্রাপ্য আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link