More

Social Media

Light
Dark

এই শরীরের অধিনায়ক বেমানান!

অধিনায়কত্ব পাবার পর থেকেই সময়টা ভালো কাটছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বয়স বাড়ার সাথে সাথে ইনজুরি হানা দিচ্ছে, মিস করছেন একের পর এক সিরিজ। এবার কিংবদন্তি কপিল দেবও ভারতীয় অধিনায়কের ফিটনেস নিয়ে নেতিবাচক মন্তব্যই করলেন। 

বিরাট কোহলির কাছে থেকে তিন ফরম্যাটেই অধিনায়কত্বের ব্যাটনটা বুঝে নিয়েছেন খুব বেশিদিন হয়নি। কিন্তু মাঠে নামতে পারছেন কই! বিগত বছরে পাঁচ টেস্ট, ২১ ওডিয়াই এবং ৪২ টি টোয়েন্টি মিলিয়ে সর্বমোট ৬৮ ম্যাচে মাঠে নেমেছে ভারত। অথচ রোহিত নেতৃত্ব দিতে পেড়েছেন মোটে ৩৯ ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি ম্যাচে বিশ্রামে কাটালেও বেশিরভাগ ম্যাচই মিস করেছেন ইনজুরির কারণে। গত ১২ মাস জুড়েই ইনজুরি বেশ ভুগিয়েছে রোহিতকে। এর আগে কোনো ভারতীয় অধিনায়ক এতগুলো ম্যাচ মিস করেননি। এছাড়া ব্যাট হাতেও সময়টা ভালো কাটেনি তাঁর। 

ads

সাবেক অধিনায়ক কপিল দেব ভারতের বর্তমান অধিনায়কের ক্রিকেটীয় প্রতিভা নিয়ে কোনো সংশয় রাখেন না। গত এক দশকে বিরাট কোহলিকে সাথে নিয়ে আগলে রেখেছেন ভারতের ব্যাটিং লাইনআপ। কিন্তু রোহিত শর্মার ফিটনেস নিয়ে সন্দিহান কপিল। 

তিনি বলেন, ‘রোহিতের কোনো কিছুতেই কমতি নেই। সে সবদিকেই যোগ্য কিন্তু তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যায়। সে কি আদৌ খেলার মতো ফিট? কারণ একজন অধিনায়কের উচিত বাকিদের আরো বেশি ফিট হতে উৎসাহ দেয়া, অনুপ্রেরণা জোগানো।’

১৯৮৩ বিশ্বকাপজয়ী কপিল মনে করেন যদি ভারতীয় অধিনায়ক নিজের ফিটনেসের উন্নতি ঘটান তবে পুরো দলের জন্যই অনুপ্রেরণাদায়ী হবে সেটি। তাঁর ভাষায়, ‘আমি নিশ্চিতভাবেই বলতে পারি রোহিতের ফিটনেস নিয়ে সমস্যা আছে। অধিনায়ক হবার পর হয়তো সে রান পাচ্ছে না আগের মতো। তবে তাঁর ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে আমি নারাজ। সে সফল একজন ক্রিকেটার। সে যদি নিজের ফিটনেসের উন্নতি ঘটাতে পারে  তবে পুরো দলের জন্যই সেটা ভালো হবে।’

কপিল তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে আসতে উপদেশ দেন। যাতে করে কোহলি এবং রোহিত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারে জাতীয় দল। রোহিত সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওডিয়াইতে মাঠে নামেন। সে ম্যাচেই বাম হাতের আঙুলে পাওয়া চোটের কারণে ছিটকে যান শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে।

তবে, লঙ্কানদের বিপক্ষে শুরু হতে যাওয়া ওডিয়াই সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা তাঁর। বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এক যুগ আগে ঘরের মাঠে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতে প্রায় তিন যুগের শিরোপা খরা কাটিয়েছিল তাঁরা।

এরপর টানা বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেললেও একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া কোথাও শিরোপা ধরা হয়নি। শিরোপা খরা কাটানোর আশাতেই কিনা বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়কের দায়িত্বটা তুলে দেয়া হয় রোহিতের কাঁধে। 

কিন্তু অধিনায়কত্ব পাবার পর থেকেই যেন পুরনো ফর্মটা হারিয়ে ফেলেছেন রোহিত। তাঁর ফিটনেস এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে রোহিতের ফর্মে ফেরা ভীষণ জরুরি। অন্যথায় আরো একবার শিরোপা ছাড়াই সন্তুষ্ট থাকতে হবে ভারতকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link