More

Social Media

Light
Dark

‘তিন বছর পর সেঞ্চুরি’ – শুনেই চটলেন রোহিত

ওয়ানডে ক্রিকেটে তিন-তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। এমন ব্যাটার যখন তিন বছর ধরে সেঞ্চুরি পাননা তখন সেটি বেশ চমকপ্রদই বটে।তবে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগেই নিজের সেঞ্চুরি খড়া কাটালেন রোহিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের একদিনে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩০তম সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় অধিনায়ক। এ সেঞ্চুরির মাধ্যমে সেঞ্চুরি সংখ্যায় সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে বসলেন রোহিত।

ads

রোহিত শর্মার মত ব্যাটারদের কাছে সেঞ্চুরি পাবার জন্য তিন বছর অনেকটাই দীর্ঘ। যদিও ‘তিন বছর ধরে সেঞ্চুরি না পাওয়ার তথ্য পুরো ছবি দিতে পারছে না বলেই মনে করেন রোহিত। ‘তিন বছরের মধ্যে প্রথম’ সেঞ্চুরির প্রসঙ্গে বলতে গেলে, ‘আমি মাত্র ১২ টি (আসলে ১৭টি) ওয়ানডে খেলেছি গত তিন বছরে। তিন বছর অনক বড় শোনায়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আপনাদের সকলের জানা উচিত আসলে কি হচ্ছে। আমি জানি এটি ব্রডকাস্টাররা টিভিতে দেখিয়েছে, কিন্তু তাদেরও উচিত সঠিক পরিস্থিতিটা জানানো।’

তিন বছর পর সেঞ্চুরিকে রোহিতের কামব্যাক ইনিংস কিনা জানতে চাইলে বেশ চটে বসেন রোহিত। বলেন, ‘কিসের কামব্যাক? আমি বুঝতে পারলাম না। নিশ্চই কেউ আপনাকে বলেছে। দেখুন গত তিনবছরের মধ্যে মাঝে আট মাস সবাই ঘরবন্দি ছিলো। তখন ম্যাচ কোথায় ছিলো? আর গত বছর আমরা শুধুই টি-টোয়েন্টি খেলেছি। যেমনটা আমি বললাম, ২০২০ সালে কোনো খেলা হয়নি। সবাই বাড়িতে বন্দি ছিলো। আমরা ওডিয়াই তখন খুব একটা খেলতাম না। আমি ইঞ্জুরিতে থাকার কারণে ওই সময়টায় শুধু টেস্ট সিরিজ খেলেছিলাম। আপনাদের সবার এটি মাথায় রাখা উচিত।’

নিজের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত না বলেও জানান রোহিত। নিজের এবং দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। ঘরের মাঠে সামনেই বিশ্বকাপ। এমন পারফরম্যান্সে নিশ্চিত ভাবেই বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগী হবার রসদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link