More

Social Media

Light
Dark

স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে বিপাকে রিয়াদ

এমনিই জাতীয় দলে জায়গা হারিয়ে ব্যাকফুটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, রিয়াদের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিব্রত। কেন্দ্রীয় ‍চুক্তির শর্ত ভঙ্গের দায়ে সতর্কবার্তা পাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী রিয়াদের। বাদ পড়া অনুমিত থাকলেও সেটা মেনে নিতে পারেননি দুই বোন জান্নাতুল কেফায়াত মন্ডি ও জান্নাতুল কাওসার মিস্টি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। প্রথমজন রিয়াদের শ্যালিকা ও ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী। দ্বিতীয় জন রিয়াদের স্ত্রী।

ads

দু’টি স্ট্যাটাসই বিসিবি সংশ্লিষ্টরা দেখেছেন। এবং প্রমাণ হিসেবে স্ট্যাটাসগুলোর স্ক্রিনশট রেখে দেওয়া হয়েছে।

তাঁদের স্ট্যাটাস বিসিবির দল নির্বাচনের প্রক্রিয়া ও নির্বাচক প্যানেলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, কোনো ক্রিকেটার বা তাঁদের পরিবারের কোনো সদস্য প্রকাশ্যে এ ধরণের মন্তব্য করতে পারে না।

ক্রিকেটারদেরও এই নীতিমালা অজানা নয়। কারণ, চুক্তির সব শর্ত মেনেই তাঁরা চুক্তিপত্রে সাইন করেছেন। রিয়াদ এখনও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। তাই, তিনি ও তাঁর পরিবারও এই নিয়ম মানতে বাধ্য।

তাই, বিসিবি জানিয়েছে, সতর্ক করা হবে রিয়াদকে। ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে যাতে করে রিয়াদ বা তাঁর পরিবারের বিসিবি ভাবমূর্তি ক্ষুন্ন হয় – সেটা নিশ্চিত করতে বলা হবে সাবেক এই অধিনায়ককে। আসলে শুধু রিয়াদ নন, সকল ক্রিকেটারকেই সার্বিক ভাবে এই ব্যাপারে সতর্ক করবে বিসিবি। কারণ, আগে-পরে এমন অনেক ঘটনাই ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link