More

Social Media

Light
Dark

‘ঘরের মাঠের সুবিধা নিতে চেষ্টা করবো’

ঘরের মাঠে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে হোয়াটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশ। সব ফরম্যাটে একের পর এক ম্যাচ হেরে এখন বিপর্যস্ত বাংলাদেশ দল। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন হারের বৃত্তে আটকে থাকায় আত্নবিশ্বাস হারাচ্ছেন ক্রিকেটাররা।

আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে যে কোন ফরম্যাটে একটি জয় প্রয়োজন তাদের। কিছু সুযোগ হাত ছাড়া করার হতাশা নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন পরের বার সুযোগ গুলো কাজে লাগাতে চান তাঁরা।

মাহমুদউল্লাহ বলেন, খুবই হতাশাজনক সিরিজ আমাদের জন্য কিন্তু আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। কারণ আমাদের যে কোন ফরম্যাটে কিছু জয় খুবই প্রয়োজন আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আমার মনে হয় টানা হারের কারণে আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি। যা পুরো দলকে প্রভাবিত করে।’

ads

তিনি আরো বলেন, ‘আমাদের উপায় খুঁজে বের করতে হবে জয় পেতে। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের সামনে কিছু সুযোগ ছিল, আমার মনে হয় আমরা খুব কাছে ছিলাম, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রতিযোগীতায় ছিলাম। কিন্তু কিছু মুহূর্তের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যেন পরের বার আমরা সেই সুযোগ গুলো নিতে পারি।’

আজকের হারের ধরণ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্সেরই সামগ্রিক চিত্র বহন করে। শুধু মাত্র দ্বিতীয় ওয়ানডেতে ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটু জয়ের সম্ভবনা তৈরি করেছিলো বাংলাদেশ। এছাড়া প্রতি ম্যাচেই ব্যাটিং ও বোলিং ব্যর্থতার সাথে একাধিক ক্যাচ ছেড়ে অসহায় আত্নসমর্পণ করেছেন সৌম্য লিটনরা। মাহমুদউল্লাহ মনে করেন তিন ফরম্যাটে সেরাটা না দেওয়ার কারণেই হেরেছে বাংলাদেশ।

রিয়াদ বলেন, ‘বিষয়টি হচ্ছে আমরা জানতাম এটি কঠিন হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারোরই খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে উড়ন্ত ফর্মে থাকা তাদের হারাতে। কিন্তু আমরা তা করতে পারিনি।’

চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। জয়ে ফিরতে ঘরের মাঠের ম্যাচ গুলোর দিকেই তাকিয়ে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের আগের সিরিজের জন্য মুখিয়ে আছি। বিশেষত বিশ্বকাপের আগে আমাদের বেশ কয়েকটা বড় সিরিজ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি আমরা ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাসী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link