More

Social Media

Light
Dark

অনুশীলনে ফিরেছেন রিয়াদ

গেল বেশ কয়েকদিন ধরেই মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন আড়ালে। সবাই হয়ত ধরেই নিয়েছিল তিনি নিজের বিদায় ধরেই নিয়েছেন। সেটা ভাবা যে একেবারেই ছিল না অযৌক্তিক। এশিয়া কাপের দল ঘোষণার পর রিয়াদ রীতিমত হাওয়া।

এশিয়া কাপের ক্যাম্পের পাশাপাশি অতিরিক্ত আরও নয়জন খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছিল ‘ব্যাকঅ্যাপ ক্যাম্প’। সেই ক্যাম্পে রাখা হয়েছিল রিয়াদকে। কিন্তু রিয়াদ ছিলেন না উপস্থিত। তবে, অবশেষে রিয়াদের দেখা মিলেছে।

তিনি আবারও ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে। বুধবার এশিয়া কাপের ক্যাম্পে ছিল বিরতি। তবে এদিন অতিরিক্ত খেলোয়াড়রা করেছেন অনুশীলন। তাদের সাথেই অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ads

হালকা গা গরম করে, ফিল্ডিং অনুশীলনের মনোযোগ দিতে দেখা যায় রিয়াদকে। নিজের কাজটা ঠিকঠাক করে রাখছেন রিয়াদ। প্রস্তুত থাকছেন সব রকম পরিস্থিতির জন্য।

বলে রাখা ভাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে এখনও বাদ দেওয়া হয়নি রিয়াদকে। তাছাড়া তাকে বিশ্বকাপ পরিকল্পনা থেকে এখনই ছেঁটে ফেলেনি টিম ম্যানেজমেন্ট। তাইতো ব্যাকঅ্যাপ ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে রিয়াদকে।

এবারের বিশ্বকাপে টানা খেলার ভেতর থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। তাছাড়া বিশ্বকাপও হবে লম্বা সময় ধরে। স্বাভাবিকভাবে ইনজুরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। সেদিক বিবেচনা করেই অতিরিক্ত আটজন খেলোয়াড়কে রাখা হচ্ছে প্রস্তুত।

এই ক্যাম্পে রিয়াদ ছাড়াও, তামিম ইকবাল খান রয়েছেন। বাংলাদেশের ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তাকেও প্রস্তুত করা হচ্ছে বিশ্বকাপের জন্য। বাংলাদেশের বিশ্বকাপের পরিকল্পনায় এখনও প্রবলভাবেই অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে রিয়াদের চিত্রটা ভিন্ন। তিনি বিশ্বকাপে সরাসরি খেলছেন না, তা প্রায় নিশ্চিত। জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে তাকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দুর্ভাগ্যের দিকে। কেবল তবে রিয়াদকে দেখা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে। ক্ষুদ্র বালুকণার মত সুযোগও রিয়াদ ছাড়তে চান না।

অসুস্থ মায়ের পাশে থাকতেই রিয়াদ অনুশীলনে ছিলেন না। ছিলেন ময়মনসিংহে, সময় দিয়েছেন অসুস্থ মা-কে।  এরপর ঠিকই আবার ফিরেছেন নিজের চেনা অঙ্গনে। তবে রিয়াদের বয়স হয়েছে। শরীরটা আর ঠিকঠাক সঙ্গ দিচ্ছে না। এখন সম্ভবত মনও দিচ্ছে না সায়। কিন্তু তবুও তিনি নিজের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর একটিবার সুযোগ পেতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link