More

Social Media

Light
Dark

চেন্নাইয়ে ধোনির উত্তরসূরি হবেন পান্ত!

২০২৪ আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন, এটা এক প্রকার নিশ্চিতই বটে। ধারণা করা হচ্ছে, আসন্ন আইপিএলই হতে পারে ধোনির ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আর এমন সম্ভাব্যতায় ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন। ধোনির পর চেন্নাই শিবিরে ধোনির জায়গা নেবেন কে? আর সেই আলোচনায় হঠাতই উঠে আসছে ঋষাভ পান্তের নাম।

ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার দীপ দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই কথাই জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি ২০২৫ সালে চেন্নাই ঋষাভ পান্তকে দলে ভেড়ায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। পান্ত এবং ধোনি একে অপরের ঘনিষ্ঠ। ধোনি পান্তকে বেশ পছন্দ ও স্নেহ করে। অনেকটা সময় ওরা একসঙ্গে কাটিয়েছে। পান্ত যেমন আগ্রাসী এবং ইতিবাচক মানসিকতার, এটা মাথায় রেখেই বলছি, ওদের দু’জনের যোগাযোগ এবং বোঝাপড়ার মধ্যে অনেক মিল রয়েছে। পান্ত সবসময় ধোনির মতোই জেতার কথা ভাবে।’

ads

অবশ্য গত প্রায় এক বছর ধরে মাঠের বাইরেই কাটাতে হচ্ছে ঋষাভ পান্তকে। গত বছরের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। তারপর থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছে তাঁর। পরের বছরের আইপিএলে খেলতে পারবেন কি না এখনও নিশ্চিত নন। যদিও দিল্লী ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি, পরের আইপিএল থেকে পান্তকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ক্যারিয়ারের শুরু থেকেই দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছেন ঋষাভ পান্ত। ইনজুরিতে পড়লেও দিল্লী তাঁর পাশে থেকেছে সব সময়। সব মিলিয়ে এই ফাঞ্চাইজিটির সাথে তাঁর সম্পর্ক দারুণ। শেষবার যখন আইপিএল খেলেছেন, তখন দলটির নেতৃত্বেও ছিলেন তিনি।

তবে, ২০২৫ আইপিএলে নতুন করে আবারো নিলাম হবে। অবশ্য দিল্লীর ফ্রাঞ্চাইজি চাইলেই তাঁকে ধরে রাখতে পারবে। তবে ছেড়ে দিলে নিলামের টেবিলে আবারো উঠবেন এই ক্রিকেটার। সে ক্ষেত্রে ধোনির রিপ্লেসমেন্ট হিসেবে পান্তের উপর চোখ রাখতে পারে চেন্নাই সুপার কিংস

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link