More

Social Media

Light
Dark

কার্তিক আউট, পান্ত ইন

পেয়েছেন চোট, নেই ফর্মে- সবমিলিয়ে বিশ্বকাপের যাত্রাটা বেশ ঘোলাটে হয়ে গিয়েছে দীনেশ কার্তিকের জন্য। বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাট হাতে ওভাবে রান পাননি কার্তিক। দীনেশ কার্তিকের যে পারফেক্ট ফিনিশার বলে খ্যাতি ছিল, সেই খ্যাতির সুবিচার করতে পারেননি। উইকেটের পিছনে দাঁড়িয়ে দলকে ভরসা দিয়ে যাচ্ছিলেন কেবল। যেটা অন্তত এই বিশ্বকাপের মতো মূল্যবান আসরের জন্য যথেষ্ট নয়।

তাছাড়া দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটিতে ১৬ তম ওভারের শুরুতে চোট পান কার্তিক। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে হয়েছিল, পরবর্তীতে গ্লাভস হাতে কার্তিকের দায়িত্বটা কাঁধে তুলে নেন ঋষাভ পান্ত।সেই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা প্রায় অনিশ্চিত দীনেশ কার্তিকের জন্য। যদিও অফিশিয়ালি বাদ দেওয়ার খবর জানানো হয়নি, তবুও আসন্ন ম্যাচ সামনে রেখে অনুশীলনে যাচ্ছেন কার্তিক।

কোচ রাহুল দ্রাবিড় কার্তিকের ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, ‘ওর অবস্থা এখন ভালই। অনুশীলনে এসেছে আমাদের সাথে। ম্যাচের সকালে কয়েকটা সেশন হবে ওর সাথে। এরপর আমরা বিস্তারিত ‍বুঝতে পারবো।’

ads

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও কার্তিকের বিষয়ে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।’

তবে কার্তিকের জায়গায় যে ঋষাভ পান্তকে এখন থেকে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে, এই সম্ভাবনা প্রায় নিশ্চিত। টিম ম্যানেজমেন্ট কার্তিককে বিশ্রাম দিচ্ছে কিংবা ইনজুরির কারনে বাদ পড়ছেন – বাতাসে এই গুঞ্জন বেশ প্রকট। যদিও কার্তিকের চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু পারফরম্যান্স মাথায় রাখলে, চোটের অজুহাতে বিশ্রামে পাঠানো অসম্ভব ব্যাপার নয়।

যদিও টিম ম্যানেজমেন্ট দীনেশ কার্তিকের পেছনে প্রচুর বিনিয়োগ করেছে। ভারতীয় দলে একজন পারফেক্ট ফিনিশারের ভূমিকার জন্য তাঁকে বিশেষভাবে বাছাই করা হয়েছিল। দীনেশ কার্তিককে এক ধরনের ডেথওভার স্পেশালিস্ট ব্যাটারে পরিণত করেই বিশ্বকাপের দলটি সাজিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দীনেশ পুরো আসরে নিজেকে মেলে ধরতে পারেননি।

পাকিস্তানের বিপক্ষে মাত্র এক রান করেছিলেন, যদিও সেখানে ম্যাচের নায়ক বনার সুযোগ হাতছানি দিচ্ছিল। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নামার সুযোগ না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে করেছেন মাত্র ছয়টি রান। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন নেমেছিলেন তখন দলের অবস্থা ছিল ৫ উইকেট হারিয়ে ৪৯ রান। এখানেও কার্তিক দারুণ অবদান রাখতে পারতেন!

হার্ডহিটিংয়ের এর জন্য এই উইকেটরক্ষক কাম ব্যাটার দলে ডাক পেলেও, পারফর্মেন্সে হতাশ করেছেন সবাইকে। সেখানে এবার যোগ হয়েছে চোটের আশঙ্কা। তাই দীনেশ বাদ পড়ছেন একথা নিশ্চিতভাবেই ধরে নেয়া যায়। এবার তাঁর বিকল্প হিসেবে নেমে যদি ঋষাভ পান্ত দলে অবদান রাখতে শুরু করেন, তাহলে এই বিশ্বকাপের মঞ্চে চোট কাটলেও দলে ফিরে আসাটা বেশ অসম্ভব হয়ে পড়বে দীনেশ কার্তিকের জন্য।

যদিও, কোচ রাহুল দ্রাবিড় আস্থা হারাচ্ছেন না কার্তিকে। তিনি বলেন, ‘ডিকে (দীনেশ কার্তিক) যে সময়ে মাঠে নামছে সে পর্যাপ্ত বল পায়না। আমরা এমন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চাই। পাকিস্তানের বিপক্ষে মাত্র এক বল পেয়েছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তো ব্যাট করারই সুযোগ পাননি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমি মনে করি সুরিয়াকুমারের সাথে ভালো একটা জুটি গড়েছে।’

তিনি আরো বলেন, ‘শেষ দিকে এসেই ঝুঁকিপূর্ণ শট খেলা তো সহজ নয়। আপনি আউট হতে পারেন আবার ছয়ও হতে পারে। কিন্তু দলের জন্যই উইকেটে এসে ঝুঁকিপূর্ণ শট খেলতে হয় তাকে। আমাদের বিশ্বাস তারা দলের জন্য যথেষ্ট ভালো। আমরা এইসব পজিশনের খেলোয়াড়দের অবশ্যই সমর্থন করে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link