More

Social Media

Light
Dark

কমেন্ট্রি বক্সের কাঁচ ভেঙে অবাক রিঙ্কু

বৃষ্টির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল পুরোটা। পরের ম্যাচেও আঘাত হেনেছিল বৃষ্টি, তবে এবার ফলাফল পাওয়া গিয়েছে। ডিএলএস মেথডে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে হারিয়েছে ভারতকে। রেজা হেন্ড্রিকস, এইডেন মার্করামদের ঝড়ো ব্যাটিংয়ে সাত বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্য পেরিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। আর এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে দলটি।

তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তরুণ রিঙ্কু সিং। মিডল অর্ডার এই ব্যাটসম্যান পাওয়ার প্লে-তে ব্যাট করতে নেমে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত, তাঁর ৩৯ বলে ৬৮ রানের ইনিংসের কল্যাণেই মূলত লড়াইয়ের পুঁজি পেয়েছিল টিম ইন্ডিয়া। আর এই ইনিংস খেলতে নয়টি  চার এবং দুইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

মজার ব্যাপার, এই দুই ছয়ের একটি আবার সরাসরি আঘাত করেছিল কমেন্ট্রি বক্সে; স্বাভাবিকভাবেই ভেঙে গিয়েছিল কাঁচের দেয়াল। কিন্তু সেটা তখন একটুও বুঝতে পারেননি রিংকু, ম্যাচ শেষে তাই এ ব্যাপারে প্রশ্ন করা হলে অবাক হন তিনি; পরবর্তীতে লজ্জা মেশানো হাসিতে ‘সরি’ বলেন।

ads

বিসিসিআই টিভিতে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি জানতাম না আমার মারা ছয়ের কারণে গ্লাস (কমেন্ট্রি বক্সের) ভেঙেছে। এর জন্য আমি দুঃখিত।’

এই বাঁ-হাতি দুঃখবোধ করলেও তাঁর খেলা দেখে নিশ্চয়ই খুশি হয়েছে ভক্ত-সমর্থকেরা। তিনি যে কেবল ফিনিশার নয় বরং অলরাউন্ড ব্যাটার সেটারই প্রমাণ দিয়েছেন এই ম্যাচে। ৫৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর যেভাবে দায়িত্ব নিয়ে খেলছেন, তাতে মুগ্ধ না হয়ে আসলে থাকা যায় না।

এখন পর্যন্ত ৭ বার ব্যাট করতে নেমে ৮২ গড়ে করেছেন ২৪৮ রান, স্ট্রাইক রেট ১৮৪! তবে তিনি এতটুকুতেই সন্তুষ্ট হতে চাইবেন না, ধারাবাহিকতা ধরে রেখে নিজেকে আরো উপরে নিয়ে যাওয়ার ইচ্ছে নিশ্চিতভাবেই আছে তাঁর মাঝে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link