More

Social Media

Light
Dark

যা যা হারালেন/হারাবেন কোহলি

ক্রিকেটের অনেক কঠিন রেকর্ডও তাঁর হাতের মুঠোয় চলে আসছিল। মনে হচ্ছিল সবকিছুই খুব দ্রুত ছুঁয়ে ফেলবেন। যেমন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করাটাকে ডাল ভাতে পরিণত করে ফেলেছিলেন। গত দশকে ক্রিকেট দুনিয়ায় ব্যাট হাতে রাজত্ব করেছেন বিরাট কোহলি।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছেননা। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কোথায়ই নিজের চেনা রূপে ফিরতে পারছেন না কিং কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাচ্ছেননা লম্বা সময় ধরে। একসময় বিরল সব রেকর্ড হাতের মুঠোয় নিয়ে আসা কোহলি এই অফ ফর্মের কারণে মিস করতে পারেন কিছু রেকর্ড।

  • টেস্টে সবচেয়ে বেশি রান

ads

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। ভারতের এই লিটল মাস্টারের ঝুলিতে আছে ১৫৯২১ রান। টেস্ট ক্রিকেটে এই রান করার জন্য শচীন খেলেছিলেন ২০০ টেস্ট ম্যাচ। ওদিকে বিরাট কোহলিও সেই পথেই এগিয়ে যাচ্ছিলেন।

তবে গত ২-৩ বছরে তাঁর বাজে পারফর্মেন্স তাঁকে বেশ পিছিয়ে দিয়েছে। এই সময়ে এসে বিরাটের জন্য শচীনের এই রেকর্ড ছোঁয়া মোটামুটি অসম্ভই। কেননা ১০১ টেস্ট ম্যাচ খেলা বিরাট কোহলির ঝুলিতে আছে ৮০৪৩ রান। এখন ৩৩ বছর বয়সে পা দেয়া বিরাট কোহলির জন্য তাই এই রেকর্ড এখন ধোরা ছোঁয়ার বাইরেই বলা চলে।

  • টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটের এই রেকর্ডটায়ও বিরাট কোহলির বেঞ্চমার্ক ঠিক করে রেখে গিয়েছেন শচীন টেন্ডুলকার। কয়েক বছর আগেও বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরি করছিলেন তাতে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন শচীনের এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

সব মিলিয়ে সাদা পোশাকের ক্রিকেটে শচীনের ঝুলিতে আছে ৫১ টি সেঞ্চুরি। ওদিকে বিরাট কোহলির ঝুলিতে এখন আছে ২৭ টি সেঞ্চুরি। ফলে শচীনকে ছুঁতে হলে তাঁকে আরো ২৪ টি সেঞ্চুরি করতে হবে। অথচ কোহলি টেস্ট ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০১৯ সালে নভেম্বরে।

  • আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান

ক্রিকেটে এই রেকর্ডটিরও মালিক শচীন রমেশ টেন্ডুলকারের। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন মোট ৩৪৩৫৭ রান। শচীন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র একটি। ফলে তাঁর প্রায় সব রানই এসেছে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে।

ওদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সাত নাম্বারে আছেন কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে আছে ২৩৬৫০ রান। ফলে শচীনকে ছাড়িয়ে যেতে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আরো প্রায় ১০ হাজার রান করতে হবে।

  • সবচেয়ে বেশি সেঞ্চুরি

একটা সময় ভাবা হতো ক্রিকেটে এই রেকর্ডটি বোধহয় আর কেউই ছুঁয়ে দেখতে পারবে না। তবে সেই বিশ্বাসে জোরে সোরে ধাক্কা দিয়েছিলেন বিরাট কোহলি নিজেই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরি করার সেই রেকর্ড একসময় কোহলি ছুঁয়ে ফেলবেন সেটা অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিল।

এমনকি শচীন টেন্ডুলকার নিজেও জানিয়েছিলেন যে এই রেকর্ডটা কেউ যদি ছুঁয়ে দেখতে পারে সেটা কোহলির পারবে। তবে দুই বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি না পাওয়া বিরাটের জন্যও ব্যাপারটা এখন প্রায় অসম্ভব। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৭০ টি সেঞ্চুরি।

  • টি-টোয়েন্টি ক্রিকেটের সেঞ্চুরি

টি-টোয়েন্টি ফরম্যাটের এই লড়াইটায় অবশ্য কোহলিকে লড়তে হচ্ছে রোহিত শর্মা ও মার্টিন গাপটিলের সাথে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের লড়াইয়েও এরা তিনজন একে অপরকে টপকে যান।

তবে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। তাঁর ঝুলিতে এই ফরম্যাটে আছে ৪ টি সেঞ্চুরি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলি আর এখন ওপেন করায় এই রেকর্ডটা ছোয়াও তাঁর জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link