More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

তেইশে রেকর্ড ভাঙা-গড়ার মহোৎসব

২০২৩ সালটা ক্রিকেট প্রেমীদের জন্যে স্মরণীয় এক বছর- এমনটা বললেও নিশ্চয়ই ভুল বলা হয় না। কেননা ক্রিকেট ইতিহাসের পাতায় বহুবার যুক্ত হয়ে গেছে ২০২৩। খেলোয়াড়রা নিত্য-নতুন সব রেকর্ড জুড়ে দিয়েছেন রেকর্ড বইয়ে। পুরনো ইতিহাস কেটে লেখা হয়েছে নতুন অর্জনের গল্প। তেমন সব ঘটনা নিয়েই খেলা ৭১ এর এবারের আয়োজন।

  • ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি (ভারত/ বিরাট কোহলি)

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের শচীন টেন্ডুলকার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। তবে সেই রেকর্ড নতুন করে গড়তে খুব বেশি সময় নেননি কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তাতেই নিজের ক্যারিয়ারের ২৭৯ তম ম্যাচেই পৌঁছে যান ৫০তম সেঞ্চুরিতে।

ads
  • টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া (দক্ষিণ আফ্রিকা)

রেকর্ডের ছড়াছড়ি হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। সেখানে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে ২৫৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। সেই লক্ষ্যও টপকে যায় দক্ষিণ আফ্রিকা। তাও আবার সাত বল বাকি থাকতে। কুইন্টন ডি ককের ৪৪ বলে সেঞ্চুরির পর রেজা হেন্ড্রিকস ২৮ বলে ৬৮ রানের এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

  • ওয়ানডেতে রান ব্যবধানের বড় জয় (ভারত)

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে ভারত। লংকানদের বিপক্ষে আগে ব্যাট করে ৩৯০ রান করে ভারত। শুভমান গিলের শতকের কল্যাণে প্রায় ৪০০ ছুঁইছুঁই রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতেই ৩১৩ রানের বিশাল জয় পায় ভারত। তাতে করে নিউজিল্যান্ডের রেকর্ড হয় পুরনো। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯৮ রানের জয় পেয়েছিল ব্ল্যাকক্যাপসরা।

  • আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা (ভারত/ রোহিত শর্মা)

রোহিত শর্মাকে ডাকা হয় ‘হিটম্যান’ বলে। সেই তকমার তর্জমাই যেন করলেন তিনি ২০২৩ সালে। এই বছরে তিনি লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে হাঁকানো সর্বোচ্চ ছক্কার রেকর্ড। পেছনে ফেলেছেন দানব ক্রিস গেইলকে। ক্যারিবিয়ান ব্যাটারের ঝুলিতে ছিল ৫৫৩টি ছক্কা। ৫৫১ ইনিংসে হাকিয়েছিলেন তিনি সেসব। তবে রোহিত তাকে ছাড়িয়ে যেতে খেলেছেন ৪৮৪ ইনিংস। ৫৮২ টি ছক্কা যুক্ত হয়েছে রোহিত শর্মার নামের পাশে।

  • টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরি (নেপাল)

১৬ বছর আগে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের যুবরাজ সিং। প্রায় দেড় দশকের সেই রেকর্ড নতুন করে গড়েছেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি। এশিয়ান গেমসের ম্যাচে মাত্র ৯ বলে অর্ধশতক করেন দীপেন্দ্র। মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৮টি ছক্কা হাকিয়েছিলেন দীপেন্দ্র।

  • টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি (নেপাল)

এশিয়ান গেমসের এই একই ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নেপালের আরেক ব্যাটার। কুশাল মাল্লা মাত্র ৩৪ বলে পৌঁছে যান তিন অংকের সেই ম্যাজিকাল ফিগারে। মঙ্গোলিয়াকে রীতিমত সেই ম্যাচে ভষ্ম করে দিয়েছিল নেপাল। এর আগে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন দুইজন। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা। তারা দুইজনই শতকের পথে খেলেছিলেন ৩৫টি বল।

  • টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলগত রান (নেপাল)

একটি ম্যাচই ওলোট-পালট করে দিয়েছে টি-টোয়েন্টির যত রেকর্ড। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের সংগ্রহ ছিল ৩১৪ রান। তিন উইকেটের বিনিময়ে সেই রান তুলতে সক্ষম হয়েছিল নেপাল। তাতে কুশালের সেঞ্চুরি ও দীপেন্দ্রর হাফ সেঞ্চুরি-তে হয়েছে রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link