More

Social Media

Light
Dark

সাকিবের জন্য অপেক্ষায় রেকর্ডের চূড়া

রেকর্ডের যেন কোনো শেষ নেই তাঁর। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য অপেক্ষা করছে আরেকটি অনন্য রেকর্ড। এ জন্য টেস্টে ব্যাট হাতে করতে হবে মাত্র ১৩৮ রান। সেটা করতে পারলেই টেস্টের ইতিহাসে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ১৫০ উইকেট আর চার হাজার রানের অনন্য এক মাইলফলকে পৌঁছে যাবেন সাকিব আল হাসান।

সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৯ রানে ৪ উইকেট শিকার করেন ইংল্যান্ডের অভিষিক্ত অধিনায়ক বেন স্টোকস। ফলে টেস্টে তার উইকেট শিকার ১৫০ স্পর্শ করেছে। তাতেই রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন তিনি।

চার হাজার রান ও ১৫০ উইকেট নেয়া ষষ্ঠ খেলোয়াড় হলেন স্টোকস। ব্যাট হাতে আগেই চার হাজার রান স্পর্শ করেছেন তিনি। স্টোকসের আগে এই কীর্তিতে নাম লেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স, ইংল্যান্ডের ইয়ান বোথাম, ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।

ads

চার হাজার রান ও ১৫০ উইকেট নেয়া ষষ্ঠ খেলোয়াড় হলেও, দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে এটি করেছেন স্টোকস। নিজের ৬৪ তম টেস্টে এই অর্জন করেছেন স্টোকস। আর ৬৩ তম ম্যাচে ৪ হাজার রান ও ১৫০ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের সোবার্স।

তবে এই রেকর্ড এককভাবে দখলে নেয়ার দারুণ সুযোগ আছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এজন্য ব্যাটে হাতে আর মাত্র ১৩৮ রান লাগবে সাকিবের। এখন অবধি সাদা পোশাকে ৫৬ টি ম্যাচ খেলে সাকিবের অর্জন ৩৮৬২ রান ও ২১০ উইকেট। মানে, বল হাতে ১৫০ উইকেটের বেশি তিনি আগেই পেয়েছেন। এখন ব্যাট হাতে চার হাজার রান পূর্ণ করতে হবে।

আন্তর্জাতিক অঙ্গনে ফেরার পর হয়তো দ্রুতই রেকর্ডটি দখলে নিয়ে নিবেন সাকিব। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেলার পরই শুরু হয়ে যাবে ক্ষণগণনা। টেস্টে তাঁর রান ৩৮৬২। আর সেটি করতে পারলে, সাকিবের পেছনে পড়বেন- সোবার্স, বোথাম, কপিল, ক্যালিস, ভেট্টোরি ও স্টোকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link