More

Social Media

Light
Dark

আব্দুর ‘রেকর্ড’ রাজ রাজ্জাক!

১.

বাঁ-হাতি স্পিনে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যাচে ৫ উইকেট। শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে যৌথভাবে, ৪ বার করে।

২. 

ads

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট।

৩.

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারি বোলার (১৪১ ম্যাচে)।

৪.

স্পিনারদের মধ্যে বিশ্ব ক্রিকেটেই তার চেয়ে কম ম্যাচে ২০০ ছুঁতে পেরেছেন কেবল ২ জন-সাকলায়েন মুশতাক ১০৪ ম্যাচে ও শেন ওয়ার্ন ১২৫ ম্যাচে। অন্য স্পিনারদের মধ্যে মুত্তিয়া মুরালিধরন ও অনিল কুম্বলে ছুঁয়েছেন ১৪৭ ম্যাচে, হরভজন সিং ১৭৮ ও ড্যানিয়েল ভেট্টোরি ১৯৮ ম্যাচে।

৫.

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়া স্পিনার (৬৯ ম্যাচ)।

৬.

হ্যাটট্রিকের স্বাদ পাওয়া ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় স্পিনার।

৭.

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি। যৌথভাবে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, ২১ বলে।

৮.

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ম্যাচে ৫ উইকেট নেওয়া স্পিনার (৪ বার)।

৯.

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ ও ৬০০ উইকেট শিকারি বাংলাদেশের একমাত্র বোলার।

১০.

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট (৪১ বার)।

১১.

বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচে ১০ উইকেট সবচেয়ে বেশিবার (১১বার)।

১২.

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার।

১৩.

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বার ম্যাচে ৫ উইকেট (৯ বার)।

১৪.

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের স্পিনারদের মধ্যে এক ম্যাচে সেরা বোলিং (৭/১৭)।

১৫.

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সফলতম বোলার। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে ১১৪৫ উইকেট।

তিনি আব্দুর রাজ্জাক, আব্দুর ‘রেকর্ড’ রাজ রাজ্জাক।

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link