More

Social Media

Light
Dark

কোহলিদের শেষ চার নিশ্চিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের ১২ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর আজকের ম্যাচে হেরে শেষ চারের দৌড় থেকে প্রায় ছিটকেই গেল পাঞ্জাব।

তবে ১৬৫ রান তাড়া করতে নামা পাঞ্জাবকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। উদ্বোধনী জুটিতে ১০.৫ ওভারে দু’জন সংগ্রহ করেন ৯১ রান। ৩৫ বলে ৩৯ রান করা রাহুলকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন শাহবাজ আহমেদ।

এই জুটি ভাঙার এক ওভার পর নিকোলস পুরানকে ফিরিয়ে দেন যুবেন্দ্র চাহাল। ৭ বলে ৩ রান করে পুরান বিদায় নেওয়ার পর পাঞ্জাবের ইনিংসে আবার জোড়া আঘাত হানেন চাহাল। এবার তিনি ফিরিয়ে দেন মায়াঙ্ক আগারওয়াল ও সরফরাজ খানকে। ৪২ বলে ৫৭ রান করেন আগারওয়াল এবং রানের খাতায় খুলতে পারেননি সরফরাজ।

ads

এরপর ১৪ বলে ২০ রান করা এডেন মার্করাম ফিরে গেলে ১২৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় পাঞ্জাব। তখনো তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ বলে ৩৮ রান। কিন্তু পাঞ্জাব নিতে পারে ৩২ রান। শাহরুখ খান শেষের দিকে করেন ১১ বলে ১৬ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের ভিতর তিনটি উইকেট শিকার করেন যুবেন্দ্র চাহাল।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাদ্দিকাল ও বিরাট কোহলি সাবধানী শুরু করেন। উদ্বোধনী জুটিতে দু’জন ৯.৪ ওভারে করেন ৬৮ রান। ২৪ বলে ২৫ রান করে ময়েজেস হ্যানরিক্সের প্রথম শিকার হয়ে কোহলি ফিরে গেলে ভাঙে এই জুটি।

উদ্বোধনী জুটি ভাঙার পরের বলে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ফিরিয়ে দেওয়ার এক ওভার পর পাডিকালকেও ফিরিয়ে দেন হ্যানরিক্স। ৩৮ বলে ৪০ রান আসে পাডিকালের ব্যাট থেকে এবং রানের খাতায় খুলতে পারেননি ক্রিস্টিয়ান। ৭৩ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এবিডি ভিলিয়ার্স।

চতুর্থ উইকেটে দু’জন যোগ করেন ৭৩ রান। ১৮ বলে ২৩ রান করা ভিলিয়ার্স রান আউটের ফাঁদে পড়লে ভাঙে এই জুটি। এই জুটি ভাঙার পরই বল হাতে দৃশ্যপটে আসেন মোহাস্মদ সামি। ৩৩ বলে ৫৭ রান করা ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেওয়ার পর এই পেসার ফিরিয়ে দেন শাহবাজ আহমাদ ও জর্জ গার্টনকে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের বোলারদের ভিতর তিনটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সামি ও ময়েজেস হ্যানরিক্স।

  • সংক্ষিপ্ত স্কোর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬৪/৭ (ওভার: ২০; কোহলি- ২৫, পাডিকাল- ৪০, ম্যাক্সওয়েল- ৫৭, ভিলিয়ার্স- ২৩, শাহবাজ- ৮) (সামি- ৪-০-৩৯-৩, হ্যানরিক্স- ৪-০-১২-৩)

পাঞ্জাব কিংস: ১৫৮/৬ (ওভার: ২০; রাহুল- ৩৯, আগারওয়াল- ৫৭, পুরান- ৩, মার্করাম- ২০, শাহরুখ- ১৬) (চাহাল- ৪-০-২৯-৩)

ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link