More

Social Media

Light
Dark

সর্বনাশা ইনজুরিতে জাদেজার বিশ্বকাপ ত্রাস!

‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’ – প্রবাদটার মতোই অবস্থা ভারতের ক্রিকেটের। সর্বনাশটা আসলে হয়েছে দলের সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। আর সেই সুবাদে দলে সুযোগ জুটেছে বোলিং অলরাউন্ডার অক্ষয় প্যাটেলের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের নীল নকশাতে তেত্রিশ বছর বয়সী জাদেজা ছিলেন দলের অন্যতম তুরুপের তাস। কিন্তু হুট করেই তাঁর এভাবে ইনজুরিতে পড়াটা আসলে ভারতীয় দলের জন্যই বেশ বড়সড় এক ধাক্কা।

এশিয়া কাপের আসরে হংকং এর বিপক্ষে ম্যাচে বোলিং করতে গিয়ে ডান পায়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি। যার ফলে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরে গিয়েছেন জাদেজা। তাঁরই বিকল্প হিসেবে দুবাইতে ডাক পড়েছে স্ট্যান্ডবাই থাকা অক্ষয় প্যাটেলের। ওদিকে জাদেজা জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন। এই অব্দি আশা করা হচ্ছিল এশিয়া কাপ হতে ছিটকে গেলেও শীঘ্রই ফিরে আসবেন তিনি। অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাওয়া যাবে জাদেজাকে।

কিন্তু দু:সংবাদটা পাওয়া গেল গতকাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাদেজার টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার কথাটি জানালেন। তিনি বলেন, ‘এটা (জাদেজার চোট) এই মুহুর্তে ভালো দেখাচ্ছে না এবং তাঁর টিটোয়েন্টি বিশ্বকাপ মিস করার সম্ভাবনা রয়েছে।’

ads

নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্মকর্তা আরও জানান বড় সময় মাঠের বাইরে থাকতে হতে হবে জাদেজাকে। তিনি বলেন, ‘যেহেতু তাঁর ডান হাঁটুর চোট বেশ গুরুতর। তাকে সম্ভবত বড় একটি অস্ত্রোপচার করাতে হবে এবং অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’

জাদেজার ইনজুরি উদ্বেগ ছড়িয়েছে গোটা টিম ম্যানেজমেন্টে। ভারতীয় দলে একজন প্রকৃত স্পিনবোলিং অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনীয় ভারসাম্য রক্ষায় জাদেজার উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। অক্ষর জাদেজার অনুরূপ প্রোফাইল বহন করে। যদিও দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে, জাদেজা অতুলনীয়। অক্ষয় একজন বাঁ-হাতি স্পিনার এবং লোয়ার অর্ডারের দরকারী ব্যাটসম্যান হতে পারেন। কিন্তু জাদেজা একজন বিশ্বমানের অলরাউন্ডার। কিন্তু অক্ষর ব্যাটিংয়ে জাদেজার সমমানের নন। জাদেজা বল হাতে খারাপ দিনেও মাঠে ১৫ রান বাঁচানোর ক্ষমতা রাখেন।

পরিসংখ্যান মতে এখন পর্যন্ত ৬৪ টিটোয়েন্টিতে জাদেজা ৪৫৭ রান করেছেন এবং ৫১ টি উইকেট নিয়েছেন। যদিও গত দুইতিন বছরে একজন ক্রিকেটার হিসাবে তার উন্নতি পরিসংখ্যান দিয়ে প্রকাশ করা যাবে না। শুধু ব্যাটসম্যান হিসেবেই টেস্ট দলে নামতে সক্ষম তিনি, তার উন্নতিটা এমনই। জুলাইয়ে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টিং কন্ডিশনে এবং বিশাল চাপের মধ্যে একটি দুর্দান্ত ১০৪ রান ছিল দীর্ঘ ফরম্যাটে তার সর্বশেষ অফার।

টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্যও জাদেজার স্থলাভিষিক্ত হবেন অক্ষয়। অক্ষয় প্যাটেল ক্যারিয়ারে ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনি মোট ১৭ টিতে ব্যাট হাতে সুযোগ পেয়ে ১৪৭ রান করেছেন এবং ২৪ টিতে বল হাতে ২১ টি উইকেট নিয়েছেন। আপাতত টিম ম্যানেজমেন্টের কাছে জাদেজার পরিবর্তে অক্ষয় এর চেয়ে ভালো কোন অপশন নেই। অন্যদিকে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এক্ষুনি ভাবছেন না জাদেজা টি- টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। তিনি বলেন, ‘পুনর্বাসন এবং আঘাতের তীব্রতার উপর অনেক কিছু নির্ভর করবে। আমি তাকে এক্ষুনি বাদ দিতে চাই না। তাছাড়া বিশ্বকাপ এখনও ছয় বা সাত সপ্তাহ দূরে।

উল্লেখ্য জাদেজার হাঁটুর সমস্যাটা পুরোনোই। এ চোটের কারণেই সর্বশেষ এক বছরে বোলিংয়ের নয় বরং ব্যাটিং অলরাউন্ডার বানানোর দিকে বেশি মনোযোগ দিয়েছেন তিনি। সব সংশয় কাটিয়ে আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাদেজা ফিরবেন কিনা তাই দেখার পালা। কিংবা এই যে বাতাসে শোনা যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছেন তিনি, সেই অনির্দিষ্টকালের পরিমাপটা কতোটুকু সেটাই আসল প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link