More

Social Media

Light
Dark

বিশাল বাজেটে আসছে রকিবুল হাসানের বায়োপিক

বাংলাদেশের চলচ্চিত্রে খেলাধুলা নিয়ে কাজ হয় না বললেই চলে। এই আক্ষেপটা সিনেমাপ্রেমী কিংবা খেলাধুলার ভক্তদের বহুদিনের। তবে, সেই আক্ষেপ দূর হতে চলেছে। প্রথমবারের মত কোনো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র।

কিংবদন্তি সেই মানুষটি হলেন রকিবুল হাসান। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আইসিসির ম্যাচ রেফারি তিনি। তাকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ডাক পেয়েছিলেন পাকিস্তান দলেও। দেশের স্বাধীনতার জন্য রণাঙ্গনে করেছিলেন যুদ্ধ। ফলে, চলচ্চিত্র নির্মানের জন্য এমন দারুণ বর্ণাঢ্য একটা জীবন খুব কমই হয়তো পাওয়া যাবে।

চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের কোনো সময়ে শুরু হবে চূড়ান্ত শ্যুটিং। ছবির মূল বিষয় ‘খেলাধুলা’ বলেই ছবিটা ব্যয়বহুল হতে যাচ্ছে। সব মিলিয়ে বাজেট হতে তিন কোটি কিংবা তারও বেশি। আজ রকিবুল হাসান তাঁর জীবনের গল্প নিয়ে ছবি করতে অনুমতি দিয়ে চুক্তিতে সই করেছেন।

ads

ছবির পরিচালনায় থাকবেন নির্মাতা বান্টি আফজাল। কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও লেখক দেবব্রত মুখোপাধ্যায়। প্রযোজনা করবেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমিন স্বাতি।

ছোট পর্দার নিয়মিত পরিচালক বান্টি আফজাল। নির্মান করেছেন ‘কালোপদ্ম’ ও ‘বিষচোখ’-এর মত নাটক। এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্দেশনা দিতে যাচ্ছেন তিনি।

পরিচালক বান্টি আফজাল বলেন, ‘এই বিষয়টা নিয়ে আমরা এক বছর ধরে কাজ করছি। রকিবুল হাসান শুধু একজন ক্রিকেটার, স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়কই নন, তিনি একজন মুক্তিযোদ্ধাও। তিনি আমাদের জাতীয় নায়ক। তাই তাঁকে নিয়ে কাজ হওয়া দরকার। পরিচালক হিসেবে এটা আমারও দায়বদ্ধতা।’

চিত্রনাট্যকার দেবব্রত মুখোপাধ্যায় এর আগে ‘মাশরাফি’ বইটি লেখেন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য স্বপ্নপূরণের মত একটা ব্যাপার। শুধু জয় বাংলা লেখা ব্যাট হাতেই রকিবুল ভাই মাঠে নামেননি, তিনি সরাসরি যুদ্ধেও অংশ নিয়েছেন। তাঁকে নিয়ে কাজ করতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

নির্মাতা জানালেন, ছবিটি ব্যয়বহুল হতে যাচ্ছে। কারণ তিনটি – প্রথমত এটা খেলাধুলা বিষয়ক ছবি। থাকবে যুদ্ধের গল্প। তার ওপর পিরিওডিক্যাল ছবি। রাখতে হবে প্রচুর ভিএফএক্সের ব্যবহার। তিনি বলেন, ‘এখানে আমরা ৫০ কিংবা ৫৫ বছর আগের একটা গল্প বলবো। ফলে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। ঢাকার বাইরে কিছু সেটে কাজ করবো। কিছু সেট নতুন করে বানানো। আর অনেক ভিএফএক্স প্রয়োজন হবে। সেজন্য বাজেটটাও বাড়বে।’

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কে কাজ করবেন – সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে, জানা গেছে নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link