More

Social Media

Light
Dark

আফ্রিদির কি দায়িত্ব ছেড়ে দেওয়া উচিৎ?

শাহবাজ শরীফ ক্ষমতা গ্রহণের পর প্রত্যাশিত ভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে রমিজ রাজাকে। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে নিজের দায়িত্ব-চ্যুত হবার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন রমিজ।

নতুন সভাপতি নাজাম শেঠি আর তাঁর বোর্ডকে ধুয়ে দিয়েছিলেন রমিজ। এবার নাজাম শেঠির বোর্ডের নিয়োগ দেয়া নতুন প্রধান নির্বাচক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে পদত্যাগের পরামর্শ দিলেন রমিজ রাজা।

রমিজের পদচ্যুতি আর নাজাম শেঠির ক্ষমতা গ্রহণের পরেই কথার লড়াই চলছে দুই পক্ষের মধ্যে। নতুন বোর্ডের কড়া সমালোচনা করা রমিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথাও জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। তবুও নাজাম শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের ছেড়ে কথা বলছেন না সাবেক অধিনায়ক রমিজ।

ads

এবার সদ্যই দায়িত্ব পাওয়া আফ্রিদিকে তিনি পরামর্শ দিলেন এই বোর্ডের অধীনে কাজ না করতে। রমিজ রাজার বোর্ডকে দায়িত্ব থেকে সরানোর পরপরই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয় সাবেক অলরাউন্ডার আফ্রিদিকে।রমিজ বলেন, ‘আমার মতে আফ্রিদির এই পরিবেশে কাজ করা উচিত নয়। আমি শুধু এই পরামর্শই দিতে পারি।’

পাকিস্তানের ক্যাপিটাল টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ আরো বলেন, ‘যদি আমাকে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হয়,আমি অবশ্যই কিছু খোঁজ নেব। সেখানের বস কে বা তাঁর অধীনে কারা কাজ করে অথবা তাদের সাথে কাজ করতে আমি স্বাছন্দ্যবোধ করব কিনা, আমি আমার যোগ্য সম্মানী পাব কিনা, কেন আমি সেখানে কাজ করব,কারণ গুলো কি?’

এদিকে নির্বাচকের দায়িত্ব নিয়েই ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আফ্রিদি। অধিনায়কত্ব হারানোর পর দল থেকেই বাদ পড়া সরফরাজ আহমেদকে আবারো একাদশে ফিরিয়েছেন আফ্রিদি। দারুণ পারফর্ম করে আফ্রিদির মান রেখেছেন সরফরাজও। নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছেন সিরিজ সেরা।

এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে দুই অভিজ্ঞ শান মাসুদ আর হারিস সোহেলকে দলে ফিরিয়েছেন আফ্রিদি। দুই বছরের বেশি সময় ধরে দলের বাইরে থাকা এই দুই ব্যাটারকে নিয়ে আশাবাদী আফ্রিদি, ‘এই দুই জনের পাকিস্তান ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার আছে।’

এক প্রকার অস্থিরতাই চলছে পাকিস্তান ক্রিকেটে। একজন আরেকজনকে উদ্দেশ্য করে দেয়া পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট পাড়া। রমিজ রাজার পরামর্শকে শহিদ আফ্রিদি কিভাবে নেন সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link