More

Social Media

Light
Dark

স্ট্রাইকরেট ফোবিয়ায় আক্রান্ত পাকিস্তানি ব্যাটাররা

পাকিস্তান ক্রিকেটে দুঃসময় চলছেই। সবশেষ নিউজিল্যান্ড সফরে শাহীন আফ্রিদি নেতৃত্বধীন দলটা দারুণ কিছুরই আভাস দিয়েছিল। তবে ৫ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ জিতে কোনো মতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে পাকিস্তান। দলের এমন দুঃসময়ের জন্য পাকিস্তান ক্রিকেটের ‘থিঙ্ক ট্যাঙ্ক’-এর দুর্বলতাকে দায়ী করেছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তাঁর মতে, দলে যখন বিকল্প এত কম তখন ব্যাটারদের স্ট্রাইকরেট নিয়ে ভীত হওয়ার কোনো কারণই নেই।

এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘দলে তেমন কোনো বিকল্প নেই। তারপরও কেন স্ট্রাইকরেটের চাপ থাকবে। আমি এটা বুঝতে পারছি না আসলে। এর সঠিক উত্তর হয়তো তাদের কাছেই আছে। এমনকি নতুন ক্রিকেটাররাও নিজেদের মেলে ধরতে পারছে শুধু এই ভয়ের কারণেই। চাপমুক্ত হয়ে ব্যাটিং করলেই লাভ হয় দলের। নয়তো প্রতিপক্ষের চাপে আউট হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে।’

ads

তিনি আরো বলেন, জুটি খুবই বেসিক একটা বিষয়। যে ফরম্যাটেই খেলা হোক না কেন গেম সেন্স বাড়াতে হবে। গেম অ্যাওয়ারনেস না থাকলে কখনোই হবে না। ইনিংস বড় করতে হলে ব্যাট হাতে ইতিবাচক শুরু করতে হবে। চাপমুক্ত ব্যাটিং করতে হবে। তবেই গেম অ্যাওয়ারনেস বাড়বে। দলও তাতে উপকৃত হবে।’

এর আগে বাবর-রিজওয়ান ওপেনিং জুটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছিলেন রমিজ রাজা। তিনি বলেছিলেন, ‘বাবর-রিজওয়ানের জুটি ভাঙার পারিপার্শ্বিক অনেক চাপ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটটা কিন্তু ভিন্ন। আপনি এমন একটি ওপেনিং জুটি ভেঙে দিলেন, যারা পাকিস্তানের হয়ে অধিকাংশ ম্যাচ জিতিয়েছে। আমার প্রশ্ন, বাবর-রিজওয়ান জুটি ভেঙ্গে আদৌ কি লাভ হয়েছে?’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link