More

Social Media

Light
Dark

স্পিন খেলতে পারেন না বাবর!

এবারের বিশ্বকাপে পাকিস্তানের সাত ম্যাচের পাঁচটিতেই বাবর আজম আউট হয়েছেন স্পিনারদের বলে। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে ৯ রানে ফিরেছেন এ ব্যাটার। 

তবে কি বিশ্বকাপে এসে স্পিন বল খেলতে অসুবিধা হচ্ছে বাবরের? পাকিস্তানের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার রমিজ রাজা ঠিক তেমনটাই মনে করছেন। বাবরের স্পিন দুর্বলতা নিয়ে এ ধারাভাষ্যকর মনে করেন, ধীরগতির উইকেটে বাবরের কিছুটা সমস্যা আছে। তাছাড়া, স্পিনারদের বিপক্ষে তাঁর শট খেলার এরিয়াও বেশ কম।

ads

এ নিয়ে স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে রমিজ রাজা বলেন,’বাবরের ব্যাটিংয়েও খামতি আছে। ওর ব্যাটিং বিশ্লেষণ করলেঔ দেখা যাবে, স্পিন বোলিংয়ের বিপক্ষে ইনিংসের শুরুতে সে কিছুটা দুর্বল। সে পেস বোলিংও আগের মতো ভালো খেলতে পারছে না। আমি জানি না, এর কারণ কী! তাঁর পায়ের ব্যবহারে সমস্যা থাকতে পারে। আর এটা তাঁর মানসিক ব্যাপার কি না, জানি না। তবে স্পিনারদের বিপক্ষে তাঁকে আরো শট বের করার প্রবণতা থাকতে হবে। ওকে আমি সুইপ খেলতে দেখছি না। ধীরগতির উইকেটে ভাল করার জন্য ব্যাটারদের সুইপ খেলা উচিত।’

বাবর যে ব্যাটিংয়ের শুরুতেই আক্রমণাত্বক হয়ে উঠছেন সেটিও একটি সমস্যা বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘যখনই সে একটু আগ্রাসী হচ্ছে, তখনই সে আউট হয়ে যাচ্ছে। এটা আসলেই ভাবনার বিষয়।’

অবশ্য রমিজ রাজা মনে করেন, এখান থেকে ফিরে আসতে বাবরকে নিজের আত্মবিশ্বাস আগে ফেরাতে হবে। তিনি বলেন, ‘ বাবরের এখন এখন একটা সেঞ্চুরি দরকার। যেটিতে সে স্পিন, পেস দুটিতেই ভালো করবে। আরাম করে খেলবে।  সে যে একেবারের একেবারেই অফফর্মে তা কিন্তু না। বল তার ব্যাটে আসছে। কিন্তু যখনই স্পিন বোলিং আসছে, তখনই তাঁর ব্যাটিং এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে ওর ব্যাটিংয়ে একটু নিয়ন্ত্রণ আনতে হবে।’

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link