More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

টি-টোয়েন্টিতে ‘অচল’ কোচ মিসবাহ!

দারুণ সময় কাটছে পাকিস্তান ক্রিকেট ও সে দেশের ক্রিকেটারদের। পরপর দুইটি দ্বি-পাক্ষিক সিরিজ জিতেছে। সর্বশেষ দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে সব ফরম্যাটে হারিয়েছে পাকিস্তান। তা সত্ত্বেও বর্তমান পাকিস্তান ক্রিকেট নিয়ে একের পর এক সমালোচনা করে চলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানের ব্যাপকভাবে পরিচিত ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা।

পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজে বাবর আজমদের দাপুটে জয়গুলোকে বেশি কৃতিত্ব না দিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেছেন যে এমন দুর্বল দলের বিপক্ষে একতরফা জয় তুলে নেওয়া মোটেও বীরত্বের কাজ নয়। বরং এরকম একপেশে ম্যাচ সমর্থকদের হতাশ করে।

তিনি তাঁর ইউটিউব চ্যানেলের ভিডিওতে এই বিষয় নানানমুখী সমালোচনা করেন। রমিজ রাজা পাকিস্তানের বর্তমান কোচ মিসবাহ উল হককে নিশানা করে মন্তব্য করেন যে, তিনি নাকি টি টোয়েন্টি ক্রিকেটের জন্য পাকিস্তানের কোচ হিসেবে অচল। তার দাবি টেস্ট ক্রিকেটের জন্য যোগ্য হলেও টি টোয়েন্টি ক্রিকেটের কোচ হিসেবে তিনি চলনসই নন, তাঁর জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ কোচ দরকার।

ads

টি টোয়েন্টি ক্রিকেট হলো পাওয়ার হিটিং ক্রিকেট। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য পাওয়ার হিটিং এর কথা চিন্তা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিশেষজ্ঞ টি টোয়েন্টি কোচ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন রমিজ রাজা । তবে টেস্ট ক্রিকেটের জন্য মিসবাহকে রেখেই সামনে টি টোয়েন্টির বিশ্বকাপের জন্য কোচ নিয়োগ করার দাবি তুলেছেন তিনি।

তিনি বলেছেন, ‘যদি আপনি হারার ভয় করেন, তবে শেষমেশ আপনাকে হারতে হবে। যদি টি টোয়েন্টি ক্রিকেটের কথা বলা হয়, তবে পাওয়ার হিটিংয়ের প্রসঙ্গই ধরা যাক। আপনি টি টোয়েন্টি ক্রিকেটের জন্য পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ রাখতে পারেন। মিসবাহকে টেস্ট ক্রিকেটের জন্য রেখে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য কাউকে কোচ করা উচিত।’

তিনি কোচ নিয়োগ প্রসঙ্গে আরও বলেন যে, ‘আমাদের স্থায়ীভাবে বেশি কোচ রাখার দরকার নেই। ভবিষ্যতের সফরসূচি, সিরিজ বিশ্লেষণ করে স্বল্পমেয়াদী কোচ নিযুক্ত করা উচিত।’

এছাড়াও তিনি পাকিস্তান ক্রিকেটের পাইপলাইন, ঘরোয়া ক্রিকেটের কাঠামোর কথা চিন্তা করে একজন টিম ডিরেক্টর দাবি করেন। তাঁর মতে টিম ডিরেক্টর ছাড়া পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট, একাডেমি ক্রিকেট, জুনিয়র ক্রিকেট, অনূর্ধ্ব ১৯ দল, এ দল ইত্যাদির মধ্যে পাকিস্তান দল সমন্ব্য় সাধন করতে পারবে না। ফলে পাকিস্তান ক্রিকেটের সামগ্রিকভাবে উন্নয়ন সম্বব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link