More

Social Media

Light
Dark

চেন্নাইকে কাঁপিয়ে শীর্ষস্থানে রাজস্থানের রাজত্ব

টেবিল টপার আর তৃতীয় স্থানে থাকা দলের ম্যাচ। যে দল জিতবে সেই দলই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন এক সমীকরণে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস।

আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে এসেছে রাজস্থান রয়্যালস। এর ফলে রাজস্থানের শীর্ষে ওঠার দিনে নিজেদের শীর্ষস্থান হারিয়ে দুই-এ নেমে এসেছে ধোনির চেন্নাই।

টসে জিতে এ দিন প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ শুরু এনে দেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল আর জশ বাটলার। এ দুই ব্যাটারের জুটি থেকে আসে ৮২ রান।

ads

তবে রাজস্থানের ইনিংসে এ দিন শুরু থেকেই আগ্রাসী রূপে ব্যাটিং করেছিলেন জয়সওয়াল। আর জেসওয়ালকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বাটলার। ইংলিশ এ ব্যাটারের ব্যাট থেকে আসে ২৭ রান।

আর মাত্র ২৬ বলেই ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে জয়সওয়াল। ফিফটি পূরণের পর এ ব্যাটার হেঁটেছিলেন সেঞ্চুরির পথেও। সাবলীল ব্যাটিংয়ে নিজের ইনিংসকে দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ ব্যাটার। তবে শেষ পর্যন্ত ৮ চার আর ৪ ছক্কায় ৪৩ বলে ৭৭ রানের ইনিংস খেলে থামেন জেসওয়াল।

জেসওয়াল ফিরে যাওয়ার পরও অবশ্য রাজস্থানের ইনিংসের রানের গতি থামেনি। সানজু স্যামসন, শিমরন হেটমায়াররা এ দিন ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষ দিকে ধ্রুভ জুরেলের ঝড়ো ৩৪ রান আর দেবদূত পাদিক্কালের ২৭ রানের ক্যামিওতে ২০২ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কড় আর ডেভন কনওয়ে। যদিও ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে বেশ নড়বড়ে ছিলেন কনওয়ে। ১৬ বলে ৮ রানের ইনিংস খেলে কিউই এ ওপেনার বিদায় নিলে ৪২ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই।

কনওয়ের পর উইকেটে এসে এ দিন বেশিক্ষণ টিকতে পারেননি রাহানেও। ১৫ রান করে ফিরে যান এ ব্যাটার। তবে চেন্নাইয়ের ইনিংসের বড় ধাক্কাটা আসে তারও আগে। দারুণ ব্যাটিং করতে থাকা গায়কোয়াড় ফিরে যান ৪৭ রানে। আর এরপরেই ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই।

যদিও শিভাব দুবে আর রবীন্দ্র জাদেজা লক্ষ্যের পথে ছুটেছিলেন। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছিলেন দুবে। তবে শেষ পর্যন্ত রাজস্থানের দেওয়া লক্ষ্য টপকাতে তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ের ইনিংস থেমে যায় লক্ষ্য থেকে ৩৩ রান দূরে, ১৭০ রানে।

চেন্নাইয়ের হয়ে শিভাব দুবে ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলেন। আর রাজস্থানের হয়ে এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ২২ রান খরচায় ৩ উইকেট নেন অজি লেগি অ্যাডাম জাম্পা।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link